ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকাল পৌনে ১০টায় ইউএস বাংলার বিমানে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ১৭ এপ্রিল তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জানা গেছে, চার দিনের সফরকালে প্রাক্তন রাষ্ট্রপতি উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলায় দলীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রথম দিন শনিবার বেলা ১২টায় রংপুর সার্কিট হাউসে উপস্থিত হবেন এবং দুপুর সাড়ে ১২টায় গুপ্তপাড়ায় রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বাংলা নববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৫টায় রংপুর পল্লীনিবাসে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

১৫ এপ্রিল বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাতীয় পার্টির কাউন্সিল অধিবেশনে যোগ দেবেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ১৬ এপ্রিল দুপুর ১২টায় নীলফামারী জেলার জলঢাকা ডাকবাংলো মাঠে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বিকেল ৪টায় লালমনিরহাটের আদিতমারীতে কুমড়ীরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি। ১৭ এপ্রিল দুপুরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজধানীতে ফিরবেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ