ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার নকশায় সরকার

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার নকশায় সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ আবারো ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার নকশা আঁকছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এর অংশ হিসেবে খালেদা জিয়াকে ‘সাজানো মামলায়’ কারাগারে রাখা হয়েছে বলেও দাবি তার।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘ভোট ছাড়া আবারো কীভাবে ক্ষমতা ধরে রাখা যায়, কীভাবে বিনা ভোটে আবারো প্রধানমন্ত্রী হওয়া যায়, সেই পথনকশা এঁটেই বেগম খালেদা জিয়াকে জাল নথির সাজানো মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আগামীতে যে আর বিনা ভোটের নির্বাচন শেখ হাসিনা করতে পারবেন না সেটি তিনি উপলব্ধি করেছেন বলেই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জোটের এমপিদের দিয়ে নির্বাচন না করানোর জন্য অর্বাচীনের মতো বক্তৃতা করাচ্ছেন।’

‘গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠা’র আন্দোলনে বিএনপি বিজয়ী হবে জানিয়ে দলটির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া বিহীন জাতীয় নির্বাচন আর এদেশে অনুষ্ঠিত হবে না, জনগণ তা হতে দেবে না।’

‘আর বেশি সময় নেই, আপনাদের সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর তা না হলে জনগণ আর অপেক্ষা করবে না। নইলে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন এক সাথে সংঘটিত হবে’, বলেন তিনি।

দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে দাবি করে রিজভী বলেন, ‘নিত্যপণ্যসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থান নেই, বিদেশি রেমিট্যান্স আসা প্রায় বন্ধ, বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে, রাস্তাঘাট বেহাল দশা।’

১০ টাকা কেজি চাল নিয়ে কুড়িগ্রামের ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘চাল নিতে গেলে যুবলীগ-ছাত্রলীগের হামলার শিকার হয় মানুষ। ছাত্রলীগ-যুবলীগ ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির ঘটনায় নিজেদের ভাগাভাগি নিয়ে দফায় দফায় গুলিবর্ষণ, আক্রমন ও সংঘর্ষ চলে।’

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি ফাতেমা আমিনের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।




রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৮/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়