ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সম্মেলনস্থলে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্মেলনস্থলে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ছাত্রলীগের সম্মেলনস্থলে সংগঠনটির দুৎপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর উপস্থিতির পরপরই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের নেতাকর্মীদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি ফকির রাসেলের অনুসারীদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি গ্রুপের প্রথমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকটি হলের ছাত্রলীগের নেতার যোগ দিলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের ধাওয়া দেয় ও মারধর করা হয়। এ সময় সম্মেলনস্থলে উপস্থিত নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি শুরু করে। এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিমপাশের প্রাচীর টপকে রাস্তায় বের হয়ে আসে আতংকিতরা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৮/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়