ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দেশের অবস্থা কতটা ভয়াবহ তা শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে: দুদু

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের অবস্থা কতটা ভয়াবহ তা শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে: দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু বলেছেন, গত কয়েকদিনে দেশের কোমলমতি শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের সার্বিক অবস্থা কতটা ভয়াবহ।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের উপর বর্বরোচিত হামলা এবং দেশে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক নাগরিক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা গত ৭ দিন ধরে ছোট ছোট ছেলে মেয়েদের আন্দোলন করতে দেখছি, তারা রাস্তায় গাড়ি ধরে ধরে লাইসেন্স দেখছে। গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ না থেকে যদি এই  শিশুকিশোরা থেকে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাতো তা হলে সুষ্ঠু নির্বাচন হতো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘শনিবারও সারা দেশে ৫ জন মারা গেছে। এর জন্য দায়ী মন্ত্রী শাজাহান খান। আপনি তাকে পদত্যাগ করাতে পারছেন না। এই লাইসেন্সবিহীন মানুষগুলোই আজকে মানুষ হত্যা করছে, এরা চাঁদাবাজী করছে। আর এদের প্রত্যেকেই শাজাহান খানের লোক।’

তিনি বলেন, ‘এখন মানুষের কোন নিরাপত্তা নেই। এই শাজাহান খানের লোকরা রাস্তায় মানুষের উপর গাড়ি উঠিয়ে দেবে আর সরকারের লোকরা উল্লাস করবে, হাসবে ! এই হাসির পেছনে একটা ছায়া রয়েছে, সেই ছায়ার মানুষটিকে আমরা দেখতে পাই, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনি যদি সত্যিকার অর্থে বিচার চাইতেন সে দিনই শাহজাহান খানকে পদত্যাগ করতে বাধ্য করতেন। কিন্তু সেটা হয়নি আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন, সেতুমন্ত্রী হুমকি দিচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘শিশুকিশোরদের আন্দোলনে আজকে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। এখনো ওপরের শ্রেণির ছাত্ররা নামেনি, শ্রমিকরা নামেনি, সাধারণ গনগণ নামেনি; তারা নামলে তখন কোথায় যাবেন? তাই আপনাদের বলছি, সময় থাকতে খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় কিছুদিন পর নতুন সরকার আসবে তখন আপনাদের সকল কিছুর হিসাব দিতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।



রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৮/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়