ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকারকে মওদুদের হুঁশিয়ারি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারকে মওদুদের হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নয় দফা দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সরকার দমননীতি প্রয়োগ করলে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতাকর্মীদের মুক্তির দাবিতে ‘সম্মিলিত ছাত্র ফোরাম’ এ আলোচনা সভার আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, ‘একদিকে আপনারা (সরকার) বলছেন, শিক্ষার্থীদের দাবি যুক্তিযুক্ত, তাদের দাবি মেনে নেওয়া হবে; অন্যদিকে সরকারের মন্ত্রীর অধীনে যে সংগঠন নিয়ন্ত্রিত সেই সংগঠন ধর্মঘট ডেকেছে কিশোর-কিশোরীদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্যে।’

‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শিক্ষার্থীদের এই আন্দোলন দমন করার জন্য যদি আপনারা শক্তি প্রয়োগ করেন, তাহলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে’, বলেন বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক।

সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শিশু-কিশোরদের ওপর দমন-পীড়ন বন্ধ করুন। দমননীতি দিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলন স্তিমিত করা যাবে না, তাদের ঠান্ডা করা যাবে না। আমরা বলে দিতে চাই, পরিবহন ধর্মঘট দিয়ে শিশু-কিশোরদেরকে প্রতিহত করার যে ষড়যন্ত্র সরকার গ্রহণ করেছে, ষড়যন্ত্রমূলক যে কর্মসূচি নিয়েছে, সেটাকে আমরা ধিক্কার জানাই।’

শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গণপরিবহন না চলায় সরকারকে দায়ী করেন মওদুদ আহমদ।

বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘কোটা আন্দোলনকারীদের ওপর যেরকম ব্যবহার করেছে, আজকে এই কিশোর শিক্ষার্থীদের ওপরও একই রকম ব্যবহার সরকার করছে।’

সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়