ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রস্তাবিত আইনে দুর্বৃত্তরা ধরাছোঁয়ার বাইরে থাকবে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রস্তাবিত আইনে দুর্বৃত্তরা ধরাছোঁয়ার বাইরে থাকবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সড়ক পরিবহন আইন-২০১৮ এর যে খসড়া অনুমোদন দিয়েছে সেটিকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই আইনে দুর্বৃত্তরা ধরাছোঁয়ার বাইরে থাকবে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদে সড়ক পরিবহন আইন-২০১৮ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে দুর্বৃত্ত ও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকবে। এটি একটি শুভঙ্করের ফাঁকি।’

‘যদিও এ আইন আদৌ সংসদে পাস হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাগরিকরা। এ আইন নিরাপদ সড়কের জন্য পর্যাপ্ত নয়। এ আইন গণপরিবহনে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আসবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে,’ বলেন বিএনপির এই নেতা।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যেভাবে শিক্ষার্থীদের ওপর, সাংবাদিকদের ওপর পুলিশের পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগ সশস্ত্র অবস্থায় হামলা করেছে তা দেখে দেশের মানুষ হতভম্ব। কোমলমতি শিক্ষার্থীদের ওপর বর্বর ও নিষ্ঠুর হামলায় ঘটনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। পুলিশ অস্ত্রধারীদের সহযোগী হিসেবে কাজ করছে এমন দৃশ্য কি কোন স্বাধীন দেশে চিন্তা করা যায়?’

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘দৃঢ়ভাবে বলতে চাই হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে। বাংলাদেশের কিশোর তরুণ আত্মবিশ্বাসের সাথে অন্যায়ের মোকবিলা করছে। সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ২০০ বছরের ছাত্র আন্দোলনের ইতিহাসে ছাত্র আন্দোলন কখনই ব্যর্থ হয়নি। আন্দোলনরত এ স্কুল কলেজ পড়ুয়াদের আন্দোলনও ব্যর্থ হবে না।’



রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়