ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নির্দলীয় সরকার গঠনের আহ্বান

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্দলীয় সরকার গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাসদের সভাপতি ও জাতীয় ঐক্যের নেতা আ স ম আব্দুর রব।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বাম ফ্রন্টের (মার্কসবাদী) উদ্যোগে ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আব্দুর রব বলেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন। জোর করে ক্ষমতা দখল করবেন না, তাহলে দেখবেন আপনার অধীনে নির্বাচনে অংশ নেওয়ার মতো কোনো প্রার্থীই পাবেন না।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, আপনি শুধু পদত্যাগ করেই দেখুন, আপনার চারপাশে যে সাঙ্গ-পাঙ্গ আছে তাদের খুঁজে পাবেন না। বঙ্গবন্ধুও পায়নি, আপনিও পাবেন না।’

তিনি আরো বলেন, ৯ বছর দেশ চালিয়েছেন। এখন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। সব দলের সাথে আলোচনা করে নির্দলীয় সরকার গঠন করুন। কারণ, আপনাকে চলে যেতে হবে।’

ইভিএম দিয়ে আগামীতে কোনো নির্বাচন হবে না, মন্তব্য করে তিনি বলেন, ‘আইন পাস না হওয়ার আগেই ইভিএমের জন্য ৪ হাজার কোটি টাকা বাজেট করেছেন। আসলে এই টাকা ভাগাভাগি করে খাওয়ার জন্য বাজেট করা হয়েছে।’

জাতীয় ঐক্যর মাধ্যমে আন্দোলন করে এই সরকারের পতন করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডা. এম এ সামাদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির ইনু প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়