ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের দাবি

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সারা দেশে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি জানান।

দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান, আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, ছাত্রনেতা এম হাছিবুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মুফতী ফরিদুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম মাওলানা মানসুর আহমদ সাকী, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।

ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘বর্তমান ইসি সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। তাই নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে সেনা মোতায়েন করতে হবে। নির্বাচনের দিন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হবে।’

মাওলানা ইমতিয়াজ আলম ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে দুর্নীতিবাজ, কালো টাকা ও পেশী শক্তিকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবি করেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়