ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিকেলে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেলে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের অংশগ্রহণের কারণ এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জোটটির দাবির যৌক্তিকতা কূটনীতিকদের জানাতে বৈঠকে বসছেন বিএনপি নেতারা।

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের ও সংস্থার প্রতিনিধির সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের এই বৈঠক সোমবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র বলছে, বৈঠকে সংসদ ভেঙে দেওয়া, সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্ট যে ৭ দফা দাবি জানিয়েছে তার যৌক্তিকতা কূটনীতিকদের জানাবে বিএনপি। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে কি ধরনের পদক্ষেপ দরকার সেই বিষয়গুলোও কূটনীতিকদের অবহিত করবে দলটি।




রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়