ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাতে সিঙ্গাপুরে যাচ্ছেন এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে সিঙ্গাপুরে যাচ্ছেন এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সোমবার রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাত ১০টা ৪৫ মিনিটে এসকিউ-৪৪৭ বিমান যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মো. মনজুরুল ইসলাম তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন এরশাদ। এরশাদ রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন এ তথ্যটি নিশ্চিত করেন তার একান্ত সচিব মেজর (অব.) খালেদ আকতার।

বেশকিছু দিন ধরেই এরশাদের অসুস্থতা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছিল। এর মধ্যে তিনি সিএমএইচেও চিকিৎসা নেন। চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না অভিযোগের মধ্যেই আজ রাতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাত্রা করবেন।

এর একদিন আগে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দাবি করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন।

তিনি বলেছিলেন, ‘দলীয় প্রার্থিতা নিয়ে যেনো কোনো বিভ্রান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের অনুরোধেই পার্টির চেয়ারম্যান চিকিৎসার জন্য দেশের বাইরে যাননি।’



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়