ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সংসদের প্রথম দিন মানববন্ধন করবে বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদের প্রথম দিন মানববন্ধন করবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনের প্রথম দিন ঢাকায় এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘এই সংসদ গণবিরোধী, এই সংসদ নিরস্ত্র ভোটারদের ওপর অবৈধ ক্ষমতা প্রদর্শনকারী গণশত্রুদের আড্ডাঘর। এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে।’

একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে বুধবার বিকালে। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পাওয়া আওয়ামী লীগ জোটগতভাবে পেয়েছে ২৮৮ আসন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ইতিমধ্যে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে।

অন্যদিকে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে এবারের নির্বাচনে, সব মিরিয়ে তারা পেয়েছে আটটি আসন। আওয়ামী লীগের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে সংসদে না যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীর মুক্তির দাবিতে দলটি আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নুরী আরা সাফা, সুলতানা আহমেদ, শাহানা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৯/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়