ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে আজ।

বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আর মহাজোটগতভাবে তাদের আসন সংখ্যা ২৮৮।

নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিএনপি ছয় আসন এবং গণফোরাম দুটি আসন পেয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা তিনটি,  ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুটি, বিকল্পধারা দুটি, গণফোরাম দুটি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে একটি করে আসন।

গত ৩ জানুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়