ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সংসদ অধিবেশনের আগে বিএনপির মানববন্ধন

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদ অধিবেশনের আগে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। এই সংসদের অধিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতিবাদী মানববন্ধন করেছে বিএনপি।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্য নেতারা এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন থেকে নেতারা বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে ২৯ তারিখ রাতে। তাদের দাবি এই ভুয়া ভোটের সংসদের কোনো বৈধতা নেই। আর এই জন্য আগামীতে আর কোনো নির্বাচন না গিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে এগিয়ে নিতে হবে।’

মানব্বন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘অনেকে বলে বিএনপি কেন নির্বাচনে যায় না। এখন জারা বলছেন তারাও দেখেছেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না।’




রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়