ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জলজট-যানজট থাকবে না : আতিকুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলজট-যানজট থাকবে না : আতিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচিত হলে রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট নিরসনে কাজ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি বলেন, ‘রাজধানীবাসী সবাই চায়, সুন্দর ঢাকা, যেখানে থাকবে শিশু-কিশোরদের খেলার জন্য খেলার মাঠ, স্বাচ্ছন্দে হাঁটাচলার জন্য সুন্দর  আলোকিত ফুটপাত। যেখানে থাকবে না যত্রতত্র ময়লা-আবর্জনা, ম্যানহোলের ঢাকনা থাকবে। জলজট-যানজট থাকবে না, আমি সেই ঢাকা উপহার দিতে চাই।’

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।

আতিকুল ইসলাম বলেন, ‘সময় এসেছে স্মার্ট ঢাকা গড়ার। আপনারাই মেয়রের ভূমিকা পালন করবেন। যেখানে ময়লা, আবর্জনা, ম্যানহোলের ঢাকনা নেই, সঙ্গে সঙ্গে ছবি তুলে নগর অ্যাপে দেবেন। আশা করি, দ্রুত এমন সমস্যার সমাধান হয়ে যাবে। সিটি করপোরেশনকে একটি জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব।’

তিনি আরো বলেন, ‘যেহেতু এটা আমাদের ডিজিটাল বাংলাদেশ সেহেতু ডেথ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, জন্মনিবন্ধন সার্টিফিকেট নিতে কাউকে আর নগর ভবনে যেতে হবে না। সব সেবা মোবাইল ফোনের মাধ্যমেই অনলাইনে ঘরে বসেই যেন আপনি পান তার ব্যবস্থা করব।’

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ নাথ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়