ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট আ. লীগ: হানিফ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট আ. লীগ: হানিফ

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : উপজেলা নির্বাচনে যে হারে ভোট পড়েছে, তাতে সন্তুষ্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সে‌মিনা‌রে দল‌টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ব‌লেন, উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটে শতকরা ৪০ ভাগের চেয়ে বেশি ভোট পড়েছে। কিন্তু বিএনপি বারবার অভিযোগ করে আসছে, নির্বাচনে ভোটারে উপস্থিতি কম। পশ্চিমা রাষ্টগুলোর দিকে তাকালে দেখা যায় ভোটারের উপস্থিতি ২০/২৫ শতাংশের চেয়ে বেশি ভোট কোনো সময়ই পড়ে না।’

‘আপনাদের কথায়, ভোট যদি কমই পড়ে থাকে তাহলে নির্বাচনে আসুন। আপনারা নির্বাচনে আসলেই তো ভোট কাষ্ট বেশি হয়। আপনারা নির্বাচনে আসেন না কেন? বিএনপির কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। তারা কখন কি চায় তা নিজেরাই বলতে পারে না।’

বিএনপি নেতারা নিজেদের বাঁচিয়ে রাখতে সরকারের বিরুদ্ধে নানা বক্তব্য দিচ্ছে মন্তব্য করে হানিফ বলেন, ‘আপনাদের নেতিবাচক নীতি থেকে বের হয়ে আসতে হবে। বিএনপি জামায়াতের মতো নেতিবাচক রাজনীতি এদেশে না থাকলে দেশ আরও আগে অনেক এগিয়ে যেত। তাদের কাজই হচ্ছে সরকারের সকল উন্নয়নকাজে কিভাবে ব্যাহত করা যায়।’

‘এই ব্যর্থ দল আজকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাই তাদের ব্যর্থতাকে আড়াল করতে বারবার সরকারের বিরুদ্ধে নানা কথা বলে নিজেদের বাঁচিয়ে রাখতে চায়।’

শিক্ষার অভাবে এদেশের মানুষ প্রযুক্তি কম ব্যবহার করছে জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের মানুষের নেতিবাচক ধারণা আছে। এর একমাত্র কারণ হল অল্প শিক্ষা।’

‘যেমন বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর বিনা টাকায় সাবমেরিন আনার সুযোগ থাকলেও নিজে অশিক্ষিত হওয়ার কারণে তার মূল্য বুঝেননি। তাই সাবমেরিন আনতে রাজি হননি।’

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি এই সেমিনারের আ‌য়োজন করে। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির চেয়ারম্যান মো. হোসেন মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর।



রাই‌জিং‌বি‌ডি/ঢাক‌া/২৪ মার্চ ২০১৯/‌রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়