ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘এ’ দলের টি-টোয়েন্টি সিরিজে সমতা

ইএইচ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ১৬ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এ’ দলের টি-টোয়েন্টি সিরিজে সমতা

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার দল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

রোববার বার্বাডোজে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে হেরে ব্যাটিংমে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৭ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান  করেন ওপেনার ইমরুল কায়েস। ২১ বলে ১টি চার ও ২টি ছক্কায় এ রান করেন ইমরুল। এ ছাড়া সাব্বির রহমান ২৫ বলে ২৮ ও শুভাগত হোম ১৯ বলে ২৫ রান করেন। তরুণ মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ১৪ রান।

বল হাতে কর্টেল ১৯ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, মিলার ও নার্স।

১২৬ সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজের দলটি।

ওপেনার ফ্লেচার ৩৫ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। তার সাথে ৫৩ রানে অপরাজিত ছিলেন কার্টার। ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার।
বল হাতে শফিউল দুটি উইকেট নেন। চার্লসকে ১২ ও বুনোরকে ১২ রানে সাজঘরে ফেরত পাঠান ডানহাতি পেসার শফিউল।

ম্যাচ সেরা নির্বাচিত হন কার্টার।

রাইজিংবিডি/১৬ জুন ২০১৪/ইএইচ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়