ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ড্র ৩১ জুলাই

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৭ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ড্র ৩১ জুলাই

প্রাইজবন্ড

নিজস্ব প্রতিবেদক : ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৬তম ড্র ৩১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুলাই তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই অফিস খোলা থাকবে এবং ড্র-এর সাধারণ নিয়ম অনুযায়ী তিন মাস অন্তর মাসের শেষ তারিখ অর্থাৎ ৩১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে ড্র অনুষ্ঠিত হবে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ঈদুল ফিতরের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় উক্ত ছুটি ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত হলে ‘ড্র অনুষ্ঠান ৩ আগস্ট  (১ ও ২ আগস্ট ২০১৪ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি ) রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগীয় কমিশনার ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

উল্লেখ্য, সিংগল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্রতে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে। ড্র-এর পরদিন জাতীয় দৈনিক পত্রিকায় ড্র-এর ফলাফল প্রকাশিত হবে।
   

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৪/শফিক/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়