ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এশিয়ান গেমসের ক্যাম্পে ২৫ ফুটবলার

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৯, ২৮ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ান গেমসের ক্যাম্পে ২৫ ফুটবলার

এশিয়ান গেমসের লোগো

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশগ্রহণের লক্ষে ২৫ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফুটবলারদের তিন আগস্ট দুপুর ১২টায় মতিঝিলের বাফুফে ভবনে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ডি ক্রুইফ ও সহকারী রেনে কোস্টারের নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।

ক্যাম্পে জায়গা পেয়েছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া।

তালিকায় রয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাত খেলোয়াড়। এরপর মোহামেডানের ছয়জন। আর আবাহনীর চার ফুটবলার।

২৫ সদস্যের ফুটবল দল : ঢাকা আবাহনীর মোঃ শহিদুল আলম, আমিতকুর রহমান মিশু, শাহেদুল আলম শাহেদ, টুটুল হোসেন বাদশা, ঢাকা মোহামেডানের জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, এ এস ইউসুফ সিফাত, তপু বর্মন, ওয়াহেদ আহমেদ, নাহিদুল ইসলাম নাহিদ, মো. ইমন মাহমুদ, শেখ জামাল ধানমন্ডির সোহেল রানা, তকলিস আহমেদ, মামুনুল ইসলাম মামুন, মো. রায়হান হাসান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, কেস্ট কুমার বোস, শেখ রাসেল ক্রীড়া চক্রের ইয়াসিন খান, টিম বিজেএমসির ওমর ফারুক বাবু, ব্রাদার্সের জুয়েল রানা, মো. রুবেল মিয়া, মুক্তিযোদ্ধা কেসির রাসেল মাহমুদ লিটন ও উত্তর বারিধারা ক্লাবের মো. ওসমান গনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৪/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ