ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাচারকালে ৬০ ভরি সোনা উদ্ধার

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২৮ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাচারকালে ৬০ ভরি সোনা উদ্ধার

সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খানজিয়া সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে ৬০ ভরি সোনা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

সোমবার সকাল ১১টার দিকে বিজিবি এই সোনা উদ্ধার করে।  
 
সাতক্ষীরা ৩৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামসুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ওই এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করলে তারা সোনাগুলো ফেলে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ৬০ ভরি সোনা  উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

রাইজিংবিডি/সাতক্ষীরা /২৮ জুলাই ২০১৪/এম.শাহীন গোলদার/রণজিৎ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়