ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কেমার ও ব্লেসিং দ্রুততম মানব মানবী

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ১ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেমার ও ব্লেসিং দ্রুততম মানব মানবী

দ্রুততম মানব কেমার-কোল এবং দ্রুততম মানবী ব্লেসিং ওকাগবারে

ক্রীড়া প্রতিবেদক : স্কটল্যান্ডের গ্লাসগোর ২০তম কমনওয়েলথ গেমসের দ্রুততম মানব জ্যামাইকান কেমার-কোল এবং দ্রুততম মানবী নাইজেরিয়ার ব্লেসিং ওকাগবারে।

উসাইন বোল্টের অনুশীলন সঙ্গী কেমার-কোল ১০০ মিটার স্প্রিন্টারে ১০ সেকেন্ডে দৌড় শেষ করেন। ১০.১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইংল্যান্ডের অ্যাডাম জেমিলি।এই ইভেন্টে তৃতীয় হন আরেক জ্যামাইকান নিকেল অ্যাশমেড। তিনি ১০.১২ সেকেন্ড সময় নেন।

অন্যদিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টারে ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ব্লেসিং ওকাগবারে। রেকর্ড টাইমিং গড়ে স্বর্ণ জিতেন এই নাইজেরিয়ান।

দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন (১১.০৩)। ব্রোঞ্জ পদক পান ভেরোনিকারই স্বদেশী কেরন স্টুয়ার্ট (১১.০৭)।

 


রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৪/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়