ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জুরাইন ফাতেহা অ্যাপারেলস পুনরায় চালু করার দাবি

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২০ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুরাইন ফাতেহা অ্যাপারেলস পুনরায় চালু করার দাবি

বেতন ভাতা ও কারখানা চালুর দাবিতে ফাতেহা অ্যাপারেলসের শ্রমিকদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার জুরাইন ফাতেহা অ্যাপারেলস কারখানা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি যত শিগগির সম্ভব শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মানববন্ধনে বাহারানে সুলতান বাহার বলেন, ‘জুরাইন ফাতেহা অ্যাপারেলস কর্তৃপক্ষ শ্রমিকদের জানুয়ারি থেকে মার্চ মাসের ওভারটাইম এবং জুলাই থেকে আগস্ট মাসের বেতন ও ঈদ বোনাস দেয়নি। গত ১৪ জুলাই কোন কিছু না জানিয়ে হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।’

তিনি বলেন, ‘কারখানাটি বন্ধ করার সময় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা করেনি। ফলে শ্রমিকরা চাকরি হারিয়ে এবং বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই তিনি অনতিবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করে কারখানাটি চালু করার দাবি জানান।

তিনি আগামী ২৭ আগস্টের মধ্যে বিষয়টি নিস্পত্তির জন্য সরকার ও বিজিএমইএ’র প্রতি আহ্বানও জানান।

সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মো. মোস্তফা, কেন্দ্রীয় নেতা মো. সিরাজ, মাহাতাব উদ্দিন শহীদ, মুন্সি, দেলোয়ার।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৪/মিথুন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়