ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রেফারিং নিয়ে ক্ষোভ দালিচের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেফারিং নিয়ে ক্ষোভ দালিচের

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সকে পেনাল্টি দেওয়ায় রেফারির ওপর ক্ষোভ ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচের।

রোববার মস্কোর ফাইনালে প্রথমার্ধের প্রায় শেষের দিকে পেনাল্টি পায় ফ্রান্স। ওই পেনাল্টি থেকে গোল করে গ্রিজমান ফ্রান্সকে এগিয়ে নেন ২-১ ব্যবধানে। যদিও ফ্রান্স ম্যাচ জিতেছে ৪-২ ব্যবধানে। 

ডি বক্সের ভেতরে ইভান রাকিতিচের হাতে বল লাগায় পেনাল্টি পায় ফ্রান্স। প্রথমে হ্যান্ডবল রেফারির চোখ এড়িয়ে যায়। ভিএআরের সাহায্য নিয়ে তিনি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচের ক্ষোভ সেখানেই।

ম্যাচ শেষে দালিচ বলেছেন,‘আমি কখনোই রেফারিং নিয়ে কথা বলি না...কিন্তু এখন একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বিশ্বকাপের ফাইনালে আপনি কোনোভাবেই এটাকে পেনাল্টি বলতে পারবেন না। ফ্রান্সের জয়কে আমি খাঁটো করে দেখছি না। আমার কাছে মনে হচ্ছে আমরা দুর্ভাগা! ভাগ্য পাশে ছিল বলেই বিশ্বকাপে ছয়টি ম্যাচ আমাদের পক্ষে এসেছিল। আজ আসল না।’

‘আমি রেফারিকে সম্মান করি। উনি উনার নিজের সিদ্ধান্ত নিজেই দিয়েছেন। আমি খারাপ কিছু বলছি না। ভিএআর এমন একটি প্রক্রিয়া যখন এটি আপনার পক্ষে আসে তখন এটি ভালো। যখন আপনার বিপক্ষে যায় তখন এটি খারাপ। তবে ফুটবলের জন্য ভিএআর একেবারে মন্দও নয়।’- যোগ করেন জ্লাতকো দালিচ।

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়