ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঢাবির ৪৮তম সমাবর্তন সোমবার

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৫, ৭ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির ৪৮তম সমাবর্তন সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (ফাইল ফটো)

ক্যাম্পাস প্রতিবেদক
ঢাবি, ৭ এপ্রিল : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৮তম সমাবর্তন আজ সোমবার। এ বছর সমাবর্তনে ৮ হাজার ৩১২ জন শিক্ষার্থী অংশ নেবেন।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্সের (সার্ন) মহাপরিচালক রলফ দেতার হেয়র।

দুপুর ১২টায় সমাবর্তন শুরু হবে। এবারের সমাবর্তনে ৮ হাজার ৩১২ জন শিক্ষার্থীর মাঝে পুরুষ গ্র্যাজুয়েট ৪ হাজার ১৫ জন এবং নারী গ্র্যাজুয়েট ৪ হাজার ২৯৭ জন। সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্নের মহাপরিচালক রলফ দেতার হেয়রকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।

এবারের সমাবর্তনের জন্য পিএইচডি অর্জনকারী ৩৮ জন, এমফিল অর্জনকারী ২৫ জন, স্বর্ণপদক ৩৩ জন, এমডি-এমএস ৩৩ জন, বিভিন্ন অনুষদের অনার্স ৪ হাজার ৬৮০ জন, এমবিবিএস ১ হাজার ৭২০ জন, বিডিএস ২৮২ জন, নার্সিং ২২১ জন, ফিজিওথেরাপি ২০১ জন, শিক্ষা অনুষদের একজন, হোমিও-আয়ুর্বেদিক ৪৭ জন, বিএড ১০৩ জন, এমএড অর্জনকারী ৭২ জন রেজিস্ট্রেশন করেছেন।

 

রাইজিংবিডি/ইয়ামিন/দিলারা/আবু মো.

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়