ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেন গ্রেফতার

ফেরদৌসী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেন গ্রেফতার

ক্যাপ্টেন লি জুন সিওক

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১৯ এপ্রিল : দক্ষিণ কোরিয়ায় ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়েছে। ক্যাপ্টেন লি জুন সিওককে দায়িত্বে বিচারের মুখোমুখি হতে হবে।

একটি স্থানীয় আদালত ক্যাপ্টেন ও তার দুই সহকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ৬৯ বছর বয়সী ক্যাপ্টেন লি জুন-সিওকের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, ফেরিটি প্রথম বিপদসংকেত পাঠানোর ৪০ মিনিটের বেশি সময় পরও কেন যাত্রীদের আসন ও কক্ষে অবস্থান করতে বলা হয়েছিল?
জবাবে লি জুন-সিওক বলেন, ঘটনাস্থলে কোনো উদ্ধারকারী জাহাজ ছিল না। আশেপাশে মাছ ধরার কোনো নৌকা বা অন্য জাহাজ ছিল না। ওই সময় জোয়ারের গতিও ছিল বেশি। পানি ছিল ঠান্ডা। এসব কথা বিবেচনায় যাত্রীদের ওই আদেশ দিয়েছিলেন তিনি।

ফেরি ডুবিতে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন এবং ১৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ২৬৮জন নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ফেরিটি পশ্চিমাঞ্চলীয় বন্দর ইচিওন থেকে দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ জেজুতে যাচ্ছিল। এর অধিকাংশ যাত্রীই ছিল একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক। তারা শিক্ষাসফরে যাচ্ছিলেন।

তথ্যসূত্র : বিবিসি।

 

রাইজিংবিডি/ফেরদৌসী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়