ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৫ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করছেন

বাগেরহাট প্রতিনিধি : সারা দেশে মডেল প্রকল্পভুক্ত ৩১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে বাগেরহাটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে নির্বাচিত মডেল মাধ্যমিক বিদ্যালয় সমিতির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট জেলা কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক মো. শুকুর আলীর নিকট স্বারকলিপি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা।

স্মারকলিপি প্রদানের পুর্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রামপালের পেড়িখালী পি, ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, মংলার চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির মোল্লাহাটের ওয়াজেদ মেমোরিয়াল  মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহম্মেদ, চিতলমারী এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক, কচুয়া সিএস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শরণখোলার রায়েন্দা সিএস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারীরা। বক্তারা প্রধানমন্ত্রী ঘোষিত এ প্রকল্পটি বাস্তবায়ন করে সারা দেশে ৩১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানান।

রাইজিংবিডি/১৫ মে ২০১৪/আলী আকবর টুটুল/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়