ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সীমান্তে বিজিবিই যথেষ্ট : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ১ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীমান্তে বিজিবিই যথেষ্ট : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান

সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সীমান্ত পরিস্থিতি সামাল দিতে বিজিবিই যথেষ্ট। চাইলে আমরা সেনাবাহিনী মোতায়েন করতে পারি। তবে, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য আমরা তা করব না।’

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাক্ষী সুরক্ষাসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে সীমান্তে মিয়ানমার যে সেনাবাহিনী মোতায়েন করেছে, তা অচিরেই প্রত্যাহার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

মিয়ানমার সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, সীমান্তে বিজিপির গুলিতে বিজিবি সদস্য নিহতের ঘটনা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে ভুল-বোঝাবুঝি হয়েছিল, তার অবসান হয়েছে।

গত ২৮ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্ত এলাকায় বিজিবির টহল টিমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বিজিপি। এতে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান নিহত হন।

 

রাইজিংবিডি/ঢাকা/ ১ জুন ২০১৪/শফিক/সন্তোষ/এএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়