ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভবিষ্যতে আধিপত্য বিস্তার করবে ‘ভয়েস সার্ভিস’ প্রযুক্তি

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভবিষ্যতে আধিপত্য বিস্তার করবে ‘ভয়েস সার্ভিস’ প্রযুক্তি

মোখলেছুর রহমান : বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্ব-চালিত গাড়ি এবং এআই রোবট। তবে ভবিষ্যতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে ‘ভয়েস সার্ভিস’ প্রযুক্তি, যার মাধ্যমে শুধুমাত্র ভয়েস দিয়েই যেকোনো তথ্য অনুসন্ধান কার যায়।

গুগলের ‘সার্চ’ বিভাগের প্রধান বেন গোমসের ভাষ্যমতে ‘ভয়েস সার্ভিস’ হতে চলেছে সর্ববৃহৎ প্রযুক্তি সেবা। দ্য গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে গোমস এ মন্তব্য করেন। তিনি এটাও উল্লেখ করেন যে, ভবিষ্যতে সাধারণ ভাষাগুলো বুঝতে সার্চ ইঞ্জিন সমূহকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

উন্নয়নশীল দেশগুলোতে বহু ভাষাতেই সাধারণ কিবোর্ড নেই। আর সেসব টাইপ করার চেয়ে ভয়েস ব্যবহার করে কোনো কিছু লেখা অনেক সহজ।

তবে এক্ষেত্রে অনেকগুলো কঠিন সমস্যা এখনো রয়ে গেছে। যেমন ইংরেজিতে ‘হি’ ‘সি’ বা ‘ইট’ এর রেফারেন্স হিসেবে অন্য ভাষায় কি লেখা হবে সে জটিলতা এখনো রয়ে গেছে। ‘ভয়েস সার্চ’ সার্ভিসের ক্ষেত্রে এরকম হাজারো সমস্যা এখনো রয়ে গেছে।

তবে কম সাক্ষরতার হার সমৃদ্ধ উন্নয়নশীল দেশগুলোতে ভয়েস সার্ভিস প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ‘গুগল সার্চ’ এবং এর ‘এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ প্রযুক্তি, যা বিশ্বব্যাপী কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে বিল্ট-ইন হিসেবে যুক্ত রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়