ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডেস্কটপ পিসিতে তারহীন ইন্টারনেট

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেস্কটপ পিসিতে তারহীন ইন্টারনেট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : তারের জঞ্জাল এড়িয়ে ডেস্কটপ পিসিতে তারহীন ইন্টারনেট ব্যবহার স্বাচ্ছন্দ্যময় করতে নতুন দুইটি অ্যাডাপ্টার বাজারে এনেছে প্রযুক্তি পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেক রিপাবলিক।

এর মধ্যে বাজেটবান্ধব ও বাণিজ্যিক ব্যবহার উপযোগী প্রোলিংক ডব্লিউএন২২০১ মডেলের অ্যাডাপ্টারটিতে থাকা ডব্লিউপিএস বাটনটি চাপতেই ইন্টারেনেটে সংযুক্ত হয় পিসি। সেকেন্ডে ৩০০ মেগাবিট গতি সুবিধাসম্পন্ন ও এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত এই তারহীন প্রযুক্তির অ্যাডাপ্টারটির মূল্য ১২০০ টাকা।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির তারহীন অ্যাডাপ্টার প্রোলিংক উব্লিউএন২০০১বি এর গতি সেকেন্ডে ১৫০ মেগাবিট। প্রয়োজনে এর নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা যায় ইচ্ছেমতো। এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ডিভাইসটির মূল্য ৮০০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়