ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যে ২৫ পাসওয়ার্ড ব্যবহার করবেন না

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে ২৫ পাসওয়ার্ড ব্যবহার করবেন না

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি বিশ্বে ২০১৮ সালের অন্যতম আলোচিত কেলেঙ্কারি হচ্ছে, লাখ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ইন্টারনেটে। বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় কেটেছে ২০১৮ সাল।

অন্যের অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে পাসওয়ার্ড একটি দুর্ভেদ্য শক্তি হিসেবে পরিচিত হলেও, প্রতি বছর লাখ লাখ অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে, ব্যবহারকারীদের দুর্বল পাসওয়ার্ডের কারণে।

খুব সহজ ও কমন কিছু পাসওয়ার্ড ঝুঁকিপূর্ণ হিসেবে বেশ কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, অনেকেই সেসব সহজ ও পরিচিত পাসওয়ার্ড ব্যবহার করেই চলেছেন। যেমন ‘123456’ এই পাসওয়ার্ডটি বেশ কয়েক বছর ধরেই হ্যাকিংয়ের ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী হিসেবে চিহ্নিত। অথচ বছরের পর পর ধরে ব্যবহারকারীরা এ ধরনের সহজ ও পরিচিত পাসওয়ার্ড পরিহারে সচেতন হচ্ছেন না। এরই ফলশ্রুতিতে ২০১৮ সালেও দেখা গেছে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে ‘123456’ সহ আরো বেশি কিছু প্রচলিত পাসওয়ার্ডের কারণেই।

পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা প্রকাশ করেছে ২০১৮ সালের সবচেয়ে বাজে ১০০টি পাসওয়ার্ডের তালিকা। চলতি বছর অনলাইনে ফাঁস হওয়া ৫০ লাখ পাসওয়ার্ড থেকে এই তালিকা তৈরি করা হয়েছে। এসব পাসওয়ার্ড ব্যবহার করায় হ্যাকিংয়ের শিকার হয়েছেন অনেক ব্যবহারকারী। হ্যাকিং এড়াতে জটিল পাসওয়ার্ড ব্যবহার এবং তা মাঝে মাঝে পরিবর্তনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

জেনে নিন স্প্ল্যাশডাটার তথ্য অনুযায়ী মারাত্নক ঝুকিপূর্ণ ২৫টি পাসওয়ার্ড। এবারের ঝুঁকিপূর্ণ শীর্ষ ২৫ পাসওয়ার্ডের তালিকায় বেশ কিছু নতুন পাসওয়ার্ড দেখা গেছে। আপনার পাসওয়ার্ড এ তালিকায় থাকলে এখনই পরিবর্তন করে ফেলুন।

১. 123456 (গত বছরও ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ডের র‌্যাংকিংয়ে শীর্ষে ছিল)
২. password (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
৩. 123456789 (গত বছরের র‌্যাংকিং ৬)
৪. 12345678 (গত বছরের র‌্যাংকিং ৩)
৫. 12345 (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
৬. 111111 (তালিকায় নতুন)
৭. 1234567 (গত বছরের র‌্যাংকিং ৮)
৮. sunshine (তালিকায় নতুন)
৯. qwerty (গত বছরের র‌্যাংকিং ৪)
১০. iloveyou (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
১১. princess (তালিকায় নতুন)
১২. admin (গত বছরের র‌্যাংকিং ১১)
১৩. welcome (গত বছরের র‌্যাংকিং ১২)
১৪. 666666 (তালিকায় নতুন)
১৫. abc123 (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
১৬. football (গত বছরের র‌্যাংকিং ৯)
১৭. 123123 (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
১৮. monkey (গত বছরের র‌্যাংকিং ১৩)
১৯. 654321 (তালিকায় নতুন)
২০ !@#$%^&* (তালিকায় নতুন)
২১. charlie (তালিকায় নতুন)
২২. aa123456 (তালিকায় নতুন)
২৩. donald (তালিকায় নতুন)
২৪. password1 (তালিকায় নতুন)
২৫. qwerty123 (তালিকায় নতুন)

তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়