ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি দলে মুমিনুল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি দলে মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট দলে মুমিনুল হকের জায়গা পাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেললেও ওয়ানডে সিরিজের জন্য বিবেচিত হননি। আগামীকাল শেষ হচ্ছে ওয়ানডে সিরিজ। এরপর ২৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়েছে মুমিনুল হককেও। ৩ বছর ৬ মাস ২০ দিন পর আবার টি-টোয়েন্টি দলে স্থান পেলেন তিনি।

সবশেষ ২০১৪ সালের ১ এপ্রিল টি-টোয়েন্টি খেলেছিলেন মুমিনুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় খেলেছিলেন। করেছিলেন মাত্র ১৪ রান। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলতে মাঠে নামা হয়নি তার।

২০১২ সালের ১০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুমিনুলের। এরপর ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত মাত্র ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ স্কোর ২৬* রান। ৬ ম্যাচে তার মোট রান ৬০। অবশ্য ৪ ইনিংসে ব্যাট করতে নেমে এই রান করেছেন তিনি। একবার ছিলেন অপরাজিত। সেবারই ২৬ রান করেছিলেন কক্সবাজারের এই ক্রিকেট তারকা।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ