ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ হকির সুপার ফোরের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। অতিবৃষ্টির কারণে ম্যাচটি পিছিয়ে সন্ধ্যা ৭টায় শুরু হয়। এই ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

শনিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে কোনো গোল হয়নি। গোলের দেখা মেলেনি দ্বিতীয় কোয়ার্টারেও। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩৯ মিনিটে ভারতের সাতবির সিং গোল করে এগিয়ে নেন দলকে। তাতে ১-০ ব্যবধানের লিড নিয়ে শেষ হয় তৃতীয় কোয়ার্টারের খেলা।

চতুর্থ কোয়ার্টারে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ভারত। এই কোয়ার্টারে তিন-তিনটি গোল আদায় করে নেয় এশিয়া কাপের প্রাক্তন চ্যাম্পিয়নরা। ৫১ মিনিটে হারমানপ্রিত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-০ করেন। পরের মিনিটেই ললিত উপাধ্যায়া গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন। আর শেষ মুহূর্তে (৫৭ মিনিটে) গুজরাত সিং গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। পাশাপাশি ফাইনালের টিকিট পাইয়ে দেন দলকে।

ফাইনালে মালয়েশিয়া অথবা কোরিয়ার মুখোমুখি হবে ভারত।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়