ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এক বছর নিষিদ্ধ নাসির জামশেদ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক বছর নিষিদ্ধ নাসির জামশেদ

নাসির জামশেদ (ফাইল ছবি)

ক্রীড়া ডেস্ক : স্পট ফিক্সিং তদন্তে সহযোগিতা না করায় পাকিস্তানের ওপেনার নাসির জামশেদকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে শাস্তি পাওয়া পঞ্চম ক্রিকেটার হলেন ২৮ বছর বয়সি জামশেদ।

এর আগে নিষিদ্ধ হন ব্যাটসম্যান শারজিল খান, খালিদ লতিফ, বোলার মোহাম্মদ ইরফান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

সোমবার পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘স্পট ফিক্সিং তদন্তে পিসিবিকে অসহযোগিতা করায় নাসির জামশেদকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে আরো অভিযোগ আনা হতে পারে।’

জামশেদ একই অভিযোগে গত ফেব্রুয়ারিতে লন্ডনে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরে ছাড়া পান। এরপর তাকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবি।

তখন থেকেই জামশেদের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তিনি আবার সব ধরনের ক্রিকেটে খেলতে পারবেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়