ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘তামিম-সাকিব করেছে, চন্ডিকা তো পারে না’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তামিম-সাকিব করেছে, চন্ডিকা তো পারে না’

ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বিভিন্ন কারণে ম্যাচটি বেশ হাইপ তুলছে। মূলেই রয়েছে চন্ডিকা হাথুরুসিংহের আকস্মিক পদত্যাগ!

ঘুরে ফিরে বারবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রসঙ্গ আসলেই উঠছে তার নাম। কিন্তু বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসাল মনে করেন, প্রাক্তন কোচ কোনো ভূমিকাই রাখতে পারবে না ম্যাচে। শক্তিমত্তা কিংবা দূর্বলতা যতটাই কোচ জানুক না কেন মাঠে তো আর নামতে পারবেন না! ক্রিকেটাররাই জয়-পরাজয় নির্ধারণ করবেন।

জাতীয় দলের আজকের অনুশীলন শুরুর আগে হ্যালসাল বলেছেন, ‘চন্ডিকা খুব ভালো কোচ। তবে কাল রাতে তামিম রান করেছে। সাকিব উইকেট নিয়েছে। চন্ডিকা তো রান করতে বা উইকেট নিতে পারবেন না!’

জিম্বাবুয়ের বিপক্ষে সহজে বড় জয় পাওয়ায় বেশ খুশি সহকারী কোচ। বলেছেন, ‘মিরপুরে আবার ফিরতে পেরে খুব ভালো লাগছে। দল এখানে খেলতে উপভোগ করে। সাথে স্বাগতিক দর্শকও রয়েছে। দলও ভালো করেছে। সবাই খুশি হয়েছে। ছেলেদের নিয়ে গর্ব হচ্ছে।’

তবে শ্রীলঙ্কাকে কঠিন প্রতিপক্ষ মানছেন হ্যালসল। বলেছেন, ‘নিজেদের দিনে সেরা ক্রিকেট খেললে শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা ভারতকে কিভাবে হারিয়েছিল তা আমরা সবাই দেখেছি। সম্প্রতি ওরা ভালো খেলতে পারছে না, তার মানে এই নয় যে তিন দিন পর ভালো করতে পারবে না।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়