ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাজে হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজে হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইয়াসিন হাসান: পরাজয় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক হার ক্রিকেটপ্রেমিদের করছে হতাশ। বাজে পারফরম্যান্সে ক্রিকেটারদের নিবেদন নিয়েও উঠছে প্রশ্ন!

সিলেটে শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ হারার আগেই হেরেছে স্বাগতিকরা! টস হেরে ব্যাটিং করতে নেমে সিলেটে রেকর্ড ২১০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৩৫ রানে গুটিয়ে বাংলাদেশ। ৭৫ রানের বিশাল জয়ে শ্রীলঙ্কা দুই দলের ব্যবধান করেছে স্পষ্ট।

ব্যাটিং-বোলিং কোনো কিছুতেই পারেনি বাংলাদেশ। বোলারদের বিবর্ণ বোলিংয়ের পর ব্যাটসম্যানদের ছন্দহীন ব্যাটিং; কোনো প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারেনি বাংলাদেশ।  অগোছালো বাংলাদেশের আরেকটি চিত্র আজ ফুটে উঠেছে সিলেটে। ত্রিদেশীয় সিরিজের শেষ থেকে নিরব দর্শক হয়ে ঘরের মাঠে বারবার লঙ্কানদের বিজয় উৎসব দেখছে টাইগাররা। এবারও ভাগ্য পাল্টাল না বাংলাদেশের।

স্কোর :  শ্রীলঙ্কা ২১০/৪ (২০ ওভার)

             বাংলাদেশ ১৩৫/১০ (১৮.৪ ওভার)

তিন বছর পর হোয়াইটওয়াশ বাংলাদেশ: ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তিন বছর পর আবার ঘরের মাঠে এতো বাজে পারফর্ম করল টাইগাররা। এ সময়ে  দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে। তবে দেশের বাইরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে।  

২২ রানে নেই শেষ ৩ উইকেট:  শেষ দিকের ব্যাটসম্যানরা পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। ২২ রান তুলতে শেষ ৩  উইকেট হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান (১১) শানাকার বলে আউট হওয়ার পর মুস্তাফিজুর রহমান (৮) ফিরেন গুনাথিলাকার বলে। শেষ ব্যাটসম্যান হিসেবে আবু জায়েদ রাহীকে (২) আউট করেন গুনাথিলাকা। 

৩০ বলে দরকার ৯৮ রান: ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য ২১১ রান। শেষ ৩০ বলে বাংলাদেশের দরকার ৯৮ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট। ওভারপ্রতি ১৯.৬০ গড়ে রান করতে হবে। শেষ দিকের ব্যাটসম্যানদের পক্ষে কাজটা করা প্রায় অসম্ভব।

সাইফ উদ্দিনও আউট:  ইসরু উদানার করা ১৫তম ওভারে জোড়া সাফল্য পেল শ্রীলঙ্কা। প্রথমে মাহমুদউল্লাহ রান আউট। পঞ্চম বলে আউট সাইফ উদ্দিন। ২১ বলে ২০ রান করে উদানার বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন সাইফ উদ্দিন। ৬৮ রানে আরিফুল আউট হওয়ার পর দুজন ৪২ রানের জুটি গড়েছিলেন। কিন্তু উদানার এক ওভারেই উলট-পালট বাংলাদেশ। 



মাহমুদউল্লাহর একার লড়াই: সাইফ উদ্দিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট মাহমুদউল্লাহ রিয়াদ। একাই লড়ে যাচ্ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ৩১ বলে ৪১ রান করে আউট হন মাহমুদউল্লাহ।  ইনিংসটি সাজান ৪ চার ও ১ ছক্কায়। 

শতরান পেরিয়ে বাংলাদেশ: ১৩তম ওভারের শেষ বলটি বাউন্ডারিতে পাঠালেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৯ রানে থাকা বাংলাদেশ পৌঁছে গেল ১০৩ রানে। ৭৮ বলে তিন অঙ্ক ছুঁয়েছে টাইগাররা। 

আরিফুল ফিরলেন ২ রানে: প্রথম ম্যাচে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১ রানে অপরাজিত ছিলেন আরিফুল হক। আজ সুযোগ ছিল বড় মঞ্চে বড় কিছু করে দেখানোর। কিন্তু জীবন মেন্ডিসের দারুণ এক ডেলিভারীতে ২ রানের বেশি করতে পারেননি আরিফুল। লেগ স্পিনারের ভেতরে ঢুকানো বলে এলবিডব্লিউ হন ডানহাতি ব্যাটসম্যান। 



অভিষিক্ত আপনসোর শিকার তামিম: প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় সাফল্য পেলেন লঙ্কান স্পিনার আমিলা আপনসো। তার বলে আউট তামিম ইকবাল। স্লগ সুইপ খেলতে গিয়ে কভার বাউন্ডারিতে ক্যাচ দেন ২৩ বলে ২৯ রান করা তামিম।

যেখানে পিছিয়ে বাংলাদেশ: পাওয়ার প্লে’র ৬ ওভারে শ্রীলঙ্কা কোনো উইকেট না হারিয়ে তুলেছিল ৬৩ রান। সেখানে বাংলাদেশ পেয়েছে ৪০ রান, ৩ উইকেট হারিয়ে। ২১১ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। 

২২ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের : দলীয় ২২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এ সময় মাদুশানাকার বলে লিডিং এজ হয়ে আউট হন মোহাম্মদ মিথুন। ৩ বলে ৫ রান করে যান দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মিথুন।  

ফিরলেন মুশফিকও : ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ডাক মেরে সৌম্য শূন্য ফিরে যাওয়ার পর ৬ রান করে আউট হয়েছেন মুশফিকও।



হতাশ করলেন সৌম্য : আগের ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করা সৌম্য সরকার আজ ডাক মেরে সাজঘরে ফিরেছেন। ৩ বল মোকাবেলা করে ধনঞ্জয়ার বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

পারবে তো বাংলাদেশ? :  টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ১৯৩।  টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে বাংলাদেশকে আজ করতে হবে ২১১ রান। পারবে কি তামিম-মাহমুদউল্লাহরা? প্রথম ম্যাচের মতো আজও বোলাররা ছিলেন বিবর্ণ। লাইন-লেন্থ ধরে বোলিং করতে পারেননি। অন্যদিকে লঙ্কান ব্যাটসম্যানরা করেছেন দারুণ ব্যাটিং। মেন্ডিস, গুনাথিলাকা. শানাকা ও পেরেরা বড় ইনিংস খেলে লঙ্কানদের বিশাল সংগ্রহ এনে দিয়েছেন। 

সিলেটে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা: প্রথমবারের মতো সিলেটে খেলতে নেমে বড় সংগ্রহ পেল শ্রীলঙ্কা। ২১০ রানের পুঁজি পেয়েছে তারা। সিলেটে এটি সর্বোচ্চ দলীয় রান। এর আগে ১৯৩ রান করেছিল নেদারল্যান্ডস।

শেষ দিকে শানাকা ঝড়: শেষ দিকে দাসুন শানাকার ঝড়ে উড়ে গেল বাংলাদেশ। ডানহাতি এ ব্যাটসম্যান ১১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন। ২৭২.৭২ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এ ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

থারাঙ্গা ফিরলেন শেষ ওভারে: সাইফ উদ্দিনের করা শেষ ওভারের চতুর্থ বলে উপুল থারাঙ্গা ফিরলেন সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে। ১৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

মুস্তাফিজের প্রথম সাফল্য: প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রান দিয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন উইকেট শূন্য। আজ প্রথম দুই ওভারেও পাননি কোনো সাফল্য। তৃতীয় ওভারে কুশল মেন্ডিসকে ফিরিয়ে মুস্তাফিজ পেলেন উইকেটের স্বাদ। শর্ট বল পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন ৪২ বলে ৭০ রান করা কুশল মেন্ডিস। ৬ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান লঙ্কান ওপেনার।  



বিস্ফোরক থিসারাকে ফেরালেন রাহী: অভিষেক ম্যাচেই উইকেটের স্বাদ পেলেন পেসার আবু জায়েদ রাহী। ১৭ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলা থিসারা পেরেরাকে সাজঘরের পথ দেখান সিলেটের এ ক্রিকেটার। ৩ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান পেরেরা। 

পেরেরা-মেন্ডিসের জুটির পঞ্চাশ: ৯৮ রানে প্রথম  উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন থিসারা পেরেরা ও কুশল মেন্ডিস। ২৬ বলে পঞ্চাশ রানের জুটি গড়েন তারা। এ জুটিতে মেন্ডিসের অবদান ১৮, পেরেরার ৩১। 

সৌম্যর হাতে ধরে প্রথম সাফল্য: এর আগে ২৭ টি-টোয়েন্টিতে সৌম্য সরকার বোলিং করেছিলেন মাত্র ৩ ইনিংসে, সেটাও মাত্র ৩ ওভার। সবাইকে অবাক করে মাহমুদউল্লাহ ১১তম ওভারে সৌম্যর হাতে তুলে দেন বল। ডানহাতি মিডিয়াম এ পেসারের হাত ধরেই বাংলাদেশ পেয়েছে প্রথম সাফল্য। ৩৭ বলে ৪২ রান করা গুনাথিলাকা সৌম্যর বলে ক্যাচ দেন লং অফে। ১৫ রানে গুনাথিলাকার ক্যাচ ছেড়েছিলেন তামিম। এবার ভুল করেননি দেশসেরা ওপেনার। ১৫ ও ২৮ রানে দুটি জীবন পান গুনাথিলাকা। লঙ্কান ওপেনারের দ্বিতীয় ক্যচটি ছাড়েন মাহমুদউল্লাহ। 



কুশল মেন্ডিসের ফিফটি: প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচেও ফিফটির স্বাদ পেলেন কুশল মেন্ডিস। ডানহাতি ওপেনার ২৯ বলে ছুঁয়েছেন মাইলফলক। এজন্য হাঁকিয়েছেন ৫ চার ও ২ ছক্কা।

নাজমুলের নিয়ন্ত্রিত বোলিং: ৪-০-২৮-০, নাজমুল ইসলাম অপুর আজকের বোলিং ফিগার। উইকেটের স্বাদ পেতে পারতেন নিজের দ্বিতীয় ওভারেই। কিন্তু গুনাথিলাকার ক্যাচ ছাড়েন তামিম ইকবাল। ৪ ওভারের বোলিংয়ে ডট বল ছিল ৯টি। বোলিংয়ে বাউন্ডারি হজম করেছেন মাত্র ২টি। নতুন বলে পাওয়ার প্লে’তে দুই ওভার করার পর অষ্টম ও দশম ওভার করেন বাঁহাতি স্পিনার। প্রথম দুই ওভারে ১৭ রান খরচ করলেও শেষ দুই ওভারে ১১ রান দিয়ে রানের চাকায় লাগাম টানেন দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা এ ক্রিকেটার। ঢাকায় অভিষেক টি-টোয়েন্টিতে পেয়েছিলেন ২ উইকেট। আজ উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন।   

দ্বিতীয় জীবন পেলেন গুনাথিলাকা: ১৫ রানে তামিমের হাতে প্রথম জীবন পান ‍গুনাথিলাকা। এবার ২৮ রানে তার ক্যাচ ছাড়লেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সাইফ উদ্দিনের স্লোয়ারে ডিপ কভারে তুলে মেরেছিলেন গুনাথিলাকা। বল তালুবন্দি করতে শূণ্যে লাফ দিয়ে চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বল তার হাত ফসকে বেরিয়ে যায়। ২৮ রানে গুনাথিলাকা দ্বিতীয় জীবন পাওয়ার সময় শ্রীলঙ্কার রান ৭১। এখনও প্রথম উইকেটের খোঁজে বাংলাদেশ। 

পাওয়ার প্লে’তে শ্রীলঙ্কার ৬৩: পাওয়ার প্লে’র সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে শ্রীলঙ্কা। দুই ওপেনার ৬ ওভারে তুলেছে ৬৩ রান। ১০.৫০ রান রেটে রান তুলছে সফরকারীরা। 



শ্রীলঙ্কার পঞ্চাশ: মেহেদী হাসানের করা ষষ্ঠ ওভারের প্রথম বল কভার দিয়ে বাউন্ডারিতে পাঠালেন কুশল মেন্ডিস। ওই বাউন্ডারিতে শ্রীলঙ্কার রান ৪৭ থেকে পৌঁছে যায় ৫১ রানে। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পেরিয়েছে শ্রীলঙ্কা। জুটিতে গুনাথিলাকার অবদান ২২, মেন্ডিসের ২৬।

গুনাথিলাকার ক্যাচ ছাড়লেন তামিম: নাজমুল ইসলাম অপুর বলে জায়গা করে মিড অফের উপর দিয়ে মারতে চেয়েছিলেন গুনাথিলাকা। কিন্তু ঠিকমত মিডল করতে পারেননি বাঁহাতি ওপেনার। চোট কাটিয়ে দলে ফেরা তামিমের কাছ দিয়ে যাচ্ছিল বল।  ক্যাচ ধরতে তামিম দিয়েছিলেন ড্রাইভ। কিন্তু বল তালুবন্দি করতে ব্যর্থ তামিম। ১৫ রানে গুনাথিলাকা যখন জীবন পান তখন শ্রীলঙ্কার রান ৩৮। 

টস: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ম্যাচেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান।

চার পরিবর্তনের বাংলাদেশ:  প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল থেকে দ্বিতীয় ম্যাচে চারটি পরিবর্তন আনা হয়েছে। জাকির হাসানের বাদ পড়াটা প্রত্যাশিতই ছিল। তার জায়গায় দলে ফিরেছেন চোটের কারণে প্রথম ম্যাচ মিস করা তামিম ইকবাল। জাকির ছাড়াও বাদ পড়েছেন সাব্বির রহমান, রুবেল হোসেন ও আফিফ হোসেন। দলে এসেছেন মোহাম্মদ মিথুন, আবু জায়েদ রাহী ও মেহেদী হাসান ।



রাহী ও মেহেদীর অভিষেক:  প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল চারজনের। আজ দ্বিতীয় ম্যাচে অভিষেক হলো দুজনের। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন পেসার আবু জায়েদ রাহী ও স্পিনার মেহেদী হাসান। 

শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন: শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন এসেছে। উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা বাদ পড়েছেন। দলে এসেছেন আমিলা আপনসো। উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন অধিনায়ক দিনেশ চান্দিমাল।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, আমিলা আপনসো, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, শেহান মাদুশানাকা।



সিলেটে বাংলাদেশের প্রথম: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। গত বিপিএলের ৮টি ম্যাচও হয়েছিল এই মাঠে। তবে সিলেটে বাংলাদেশ দল আজই প্রথমবারেরর মতো খেলছে। পাহাড়ের কোলে নয়নাভিরাম এই মাঠে নিজেদের 'অভিষেক'টা জয়ে রাঙানোর হাতছানি বাংলাদেশের সামনে।

বাংলাদেশের শেষ সুযোগ: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে শ্রীলঙ্কার কাছে ট্রফি বিসর্জন দিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের কাছে হেরেছে টেস্ট সিরিজও। টি-টোয়েন্টি সিরিজটাও আর জয়ের সম্ভাবনা নেই। ঢাকায় প্রথম টি-টোয়েন্টিতে ১৯৩ রান করার পরও বাংলাদেশ হারে ৬ উইকেটে। সিলেটে আজ দ্বিতীয় ও শেষ ম্যাচটা জিতে সিরিজটা অন্তত ড্র করার সুযোগ বাংলাদেশের সামনে।

শেষটা ভালো করার ব্যাপারে অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য যথেষ্ট আত্মবিশ্বাসী। ম্যাচের আগের দিন অধিনায়ক বলেছেন, ‘টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজে আমরা আশাবাদী ছিলাম, তবে আশানুরূপ ফল পাইনি। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করেছে, কিন্তু বোলাররা ভালো করতে পারেনি। কিন্তু এখনো একটা ম্যাচ আছে, আমরা সেটার জন্য খেলব। চেষ্টা থাকবে যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি।’





রাইজিংবিডি/সিলেট/১৮ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়