ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ালটন মিস্টার ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতা এটিএন বাংলায়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন মিস্টার ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতা এটিএন বাংলায়

ক্রীড়া প্রতিবেদক : মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিএবিবিএফ মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা-২০১৮। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

প্রতিযোগিতার বিষয়ে ওয়ালটন মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতার সদস্য সচিব মো. নুরুল ইসলাম খান নাঈম বলেন, ‘এই প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো প্রান্তের যোকোনো বডিবিল্ডার অংশ নিতে পারবেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন ক্লাব ও সংস্থাকে চিঠি পাঠাতে শুরু করেছি। ২-৪ মার্চ অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ওয়ালটন মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।’

এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারের বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এটিএন বাংলা ওয়ালটন মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। তারা ৪ মার্চ বিকেল ৩ টা ১০ মিনিট থেকে বিকেল ৪টা ৫৫ মিনিট পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার অডিটোরিয়াম থেকে ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। তাদের সঙ্গে এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সঙ্গে বরাবরই আমরা ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হচ্ছি। গেল বছর ওয়ালটন মিস্টার ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলাম। এবারও আছি। আমরা ওয়ালটন গ্রুপ বিশ্বাস করি সুস্থ্য দেহে সুস্থ্য মন থাকে। আর শরীর সুস্থ্য রাখতে শরীরগঠনের ভূমিকা অনেক। আশা করছি এবারের আসরটি আরো জমজমাট হবে।’

মিস্টার ঢাকা ক্যাটাগোরিতে সাতটি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওজন শ্রেণিগুলো হল ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। অন্যদিকে মাস্টার ক্যাটাগোরিটি উন্মুক্ত। তবে ৪০ বছরের নিচের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। প্রতিটি ক্যাটাগোরির প্রথম থেকে ষষ্ঠস্থান অধিকারকারীদের পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়