ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইয়াসিনের তোপে শিরোপার কাছাকাছি বিসিবি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াসিনের তোপে শিরোপার কাছাকাছি বিসিবি

ক্রীড়া প্রতিবেদক: এক দিনে ২০ উইকেট হারাল ইসলামী ব্যাংক ইষ্ট জোন। বিসিবি নর্থ জোনের বিপক্ষে তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৬৩.২ ওভারে।

দ্বিতীয় ইনিংসে আরও বাজে পারফরম্যান্স ইসলামী ব্যাংকের। দশ উইকটে পেতে বিসিবি নর্থ জোনকে মাত্র ৩৮.১ ওভার বোলিং করতে হয়। তাতেই এক ইনিংস ও ২৮ রানে জয় পায় বিসিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। আর এ জয়ে শিরোপার পথে এক ধাপ এগিয়ে গেল বিসিবির দলটি। ১৯ পয়েন্ট পেয়েছে জহুরুল ইসলাম অমির দল। পাঁচ রাউন্ড শেষে তাদের দলের পয়েন্ট ৫৮। ধরা ছোঁয়ার বাইরে তারা। শেষ ম্যাচে ড্র করলেই টানা দ্বিতীয় শিরোপা পাবে তারা। পাঁচ ম্যাচে হারা হারেনি একটিও। দুটি জয় বাদে বাকি তিনটি ড্র করেছে।  

দলের দ্বিতীয় জয়ের নায়ক পেসার ইয়াসিন আরাফাত মিশু। ডানহাতি এ পেসার প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেয়েছেন। ৭ উইকেট নিয়ে ইসলামী ব্যাংকের ইনিংস একাই ধসিয়েছেন ডানহাতি পেসার। আরেক পেসার শরীফুল ইসলামও পেয়েছেন ৭ ‍উইকেট। ইয়াসিনের মতো প্রথম ইনিংসে বাঁহাতি পেসার ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেয়েছেন। দলের জয়ে বাকিরাও রেখেছেন অবদান।

মিরপুরে বুধবার দ্বিতীয় দিনের শেষটা ভালো করেছিলেন ইসলামী ব্যাংকের দুই ওপেনার তাসামুল ও লিটন। বিনা উইকেটে ১১০ রানে তারা ব্যাটিং শুরু করেন। বৃহস্পতিবার তৃতীয় দিনের শুরুটাও ভালো করেন তারা। তাসামুল তুলে নেন ফিফটি, আর লিটন নিজের ইনিংস বড় করতে থাকেন।

কিন্তু এ জুটি ভাঙার পর মধাহ্ন বিরতির আগে আরও ৭ উইকেট হারায় তারা। তাসামুল ৫৬, লিটন ৬৯, মুমিনুল ২১, আফিফ ৬, আশরাফুল ১১, অলোক ২ ও জাকের আলী ৫ রানে আউট হন। বিরতির পর ২০ মিনিটেই শেষ ২ উইকেট হারায় তারা। প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ২১৭ রানে। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ইসলামী ব্যাংক আবারও বিসিবি নর্থ জোনের তোপে পড়ে।

চা-বিরতির আগেই হারায় টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে। বিরতির পর ফিরে এসে ১১৬ রানে হারায় শেষ ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ মাত্র ১৭০ রান। দ্বিতীয় ম্যাচেও ফ্লপ ব্যাটসম্যানরা। তাসামুল ১৫, লিটন ৯, মুমিনুল শূন্য, আফিফ ১৬, আশরাফুল ১৬ ও অলোক কাপালি শূন্য রানে সাজঘরে ফিরেন। মোহাম্মদ সাইফ উদ্দিন ৩২ ও সোহাগ গাজী ৫০ রান করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়