ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নান্নু-দূর্জয়-আকরাম-সুজনরা কে কোন দলে

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নান্নু-দূর্জয়-আকরাম-সুজনরা কে কোন দলে

ক্রীড়া প্রতিবেদক : সাগর পাড়ে বসবে দেশের ক্রিকেটের শুরুর তারকাদের মেলা। যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের শুরু, তারা আবারো ফিরছেন মাঠে। যাদের শ্রম, মেধা আর নিবিড় অধ্যবসায়ে সমৃদ্ধ হয়েছে এ দেশের ক্রিকেট, আবারো মাঠের ক্রিকেটে ফিরছেন স্বর্ণালী সে সময়ের তারকারা।

বাংলাদেশের জার্সি গায়ে যারা জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন, তাদের অংশগ্রহণে তৃতীয়বারের মতো শুরু  হচ্ছে ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০১৮ পাওয়ার্ড বাই স্ক্যান সিমেন্ট’।

২ মে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই ভেন্যুতে শুরু হবে এবারের আয়োজন। ফাইনাল হবে ৫ মে।

আজ প্রাক্তন ক্রিকেটারদরে দলবদল বা ড্রাফট অনুষ্ঠিত হয়েছে মিরপুর শের-ই-বাংলায়। দল বদল হয়েছে অনেক ক্রিকেটারের। দল বদলের একাধিক কারণও রয়েছে। তবে সবচেয়ে বড় কারণ এবারের আয়োজনে কমেছে দল-সংখ্যা। শেষ দুই আসরে ছয়টি করে দল খেলেছিল। এবার খেলছে পাঁচটি দল। গ্রুপ পদ্ধতি বাদ দিয়ে হবে ম্যাচগুলো। ফলে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ফাইনালসহ প্রতিটি ম্যাচ চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।

 



দলবদলে সবচেয়ে আলোচিত নাম মিনহাজুল আবেদীন নান্নু ও নাঈমুর রহমান দূর্জয়। চট্টগ্রামের দল থাকলেও এবার ঢাকার হয়ে খেলবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নান্নু। আরেক প্রাক্তন অধিনায়ক দূর্জয় খেলবেন সিলেটের হয়ে। তার সঙ্গে দল বদল করেছেন হান্নান সরকার, হাসিবুল হোসেন শান্তও। তারাও নাম লিখিয়েছেন সিলেটে।

শেষ দুই আসরে একই দলে খেলেছিলেন জাতীয় দলের প্রাক্তন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। এবার বিদ্যুৎ সিলেটে, অপি ঢাকার হয়ে খেলবেন। খালেদ মাহমুদ সুজনও দল পরিবর্তন করেছেন। খেলবেন ঢাকার হয়ে। গত দুই আসরে না খেললেও এবার প্রথমবারের মতো মাস্টার্স ক্রিকেটে নাম লিখিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফারুক আহমেদ। তিনি খেলবেন খুলনার হয়ে।

দেখে নেওয়া যাক কে কোন দলে :
সিলেট মাস্টার্স : নাঈমুর রহমান দূর্জয়, হান্নান সরকার, হাসিবুল হোসেন শান্ত, জাকির হাসান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আনিসুল হাকিম রাব্বানী, রাশেদুজ্জামান রাসেল, সাইফুল্লাহ খান জেম, তৌহিদ হোসেন শ্যামল, সঞ্জয় চক্রবর্তী, শফিউল ইসলাম খান, ফাহিম মুনতাসির সুমিত, তাসরিকুল ইসলাম টোটাম, সোহেল হোসেন পাপ্পু। ম্যানেজার: মিজানুর রহমান বাবুল

আম্বার চট্টগ্রাম মাস্টার্স : আকরাম খান, মাসুদুর রহমান মুকুল, আহসানুল্লাহ হাসান, শাহনেওয়াজ কবির শুভ্র, আজম ইকবাল, তারেক আজিজ খান, সানোয়ার হোসেন, হুমায়ূন কবির, জেমস, জহিরুল হক খান রাসেল, জাহাঙ্গীর আলম, জোবায়ের মোহাম্মদ ইশতিয়াক, মাহমুদুল হাসান রানা। ম্যানেজার: নুরুল আবেদীন নোবেল।

 



বেক্সিমকো
ঢাকা : খালেদ মাহমুদ সুজন, ফয়সাল হোসেন ডিকেন্স, মেহরাব হোসেন অপি, সজল চৌধুরী, তালহা জুবায়ের, রফিকুল ইসলাম, রাসেদুল হক সুমন, ইমরান পারভেজ, মিনহাজ আহমেদ শফিউল, এসএম গোলাম ফাইয়াজ, মিনহাজুল আবেদীন নান্নু, মীর জিয়াউদ্দিন আহমেদ, ইমরান হামিদ পার্থ। ম্যানেজার: সাজ্জাদ আহমেদ শিপন।

-নেশন খুলনা মাস্টার্স : মো. হাসানুজ্জামান ঝরু, মোহাম্মদ সেলিম, জামালউদ্দিন আহমেদ, নিয়াজ মোর্শেদ পল্টু, শফিউদ্দিন বাবু, এসকে গোলাম মোস্তফা, আসাদুল্লাহ খান বিপ্লব, সাফাক আল জাবির, নাঈম আফরোফ খান, জুয়েল হোসেন মনা, মুরাদ খান, হামিন আহমেদ, গাজী আলমগীর, ফারুক আহমেদ। ম্যানেজার: হাবিবুল বাশার সুমন, মেন্টর: আতাহার আলী খান।

এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স : খালেদ মাসুদ পাইলট, আলমগীল কবির, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো. এহসানুল হক সেজান, এনামুল হক মনি, হারুনুর রশিদ লিটন, নিয়ামুর রশিদ রাহুল, মো. ইকবাল হোসেন, ওয়াসেল উদ্দিন আহমেদ, আনিসুর রহমান সঞ্জয়, আলী আরমান রাজন, মনিরুল ইসলাম তাজ, বাকি বিল্লাহ হিমেল, ইমতিয়াজ আহমেদ পলাশ। ম্যানেজার: নারির আহমেদ নাসু।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়