ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ দলে স্থিতিশীলতা আনার লক্ষ্য কারস্টেনের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ দলে স্থিতিশীলতা আনার লক্ষ্য কারস্টেনের

সাকিব, মাশরাফিদের মধ্যে স্থিতিশীলতা আনার কাজ করবেন গ্যারি কারস্টেন (বাঁয়ে)

ক্রীড়া প্রতিবেদক : ২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশের নতুন কোচ খুঁজছেন বিসিবির ‘ইন্টারনাল অডিটর’ গ্যারি কারস্টেন। সেই সঙ্গে বাংলাদেশ দলে স্থিতিশীলতা আনার জন্য কাজ করবেন ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই কোচ।

কারস্টেন ঢাকায় পা রেখেছেন গত রোববার রাতে। সোমবার হোটেল সোনারগাঁওয়ে তিনি জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলেছেন। সেখানেই মঙ্গলবার দুই ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমান এবং স্থানীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গেও কথা হয়েছে তার। বাংলাদেশের নতুন কোচ খোঁজার পাশাপাশি দলের পর্যালোচনাও করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটার।

অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনায় কারস্টেন বলেছেন, ‘প্রতিটা দলের চ্যালেঞ্জগুলো ভিন্ন। আমার মনে হয় বাংলাদেশ খুবই সম্ভাবনাময় দল। সম্প্রতি তারা বড় বড় দলগুলোর বিপক্ষে সাফল্য পেয়েছে। দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছে। তরুণরা উঠে আসছে। আমি এই দলটার মধ্যে স্থিতিশীলতা আনার চেষ্টা করব। কোনো সন্দেহ নেই, এই দলটি সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমি মনে করি, আগামী দেড় বছর বা এরও বেশি সময় তারা কী করতে চায়, তার একটা উল্লেখযোগ্য লক্ষ্য ঠিক করতে হবে।’

এই দুই দিন খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কী বুঝতে পেরেছেন কারস্টেন? ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো এই কোচ বললেন, ‘তারা বিশ্বাস রাখে যে, সর্বোচ্চ পর্যায়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমি মনে করি, তাদের নির্দিষ্ট একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা তারা পূরণ করতে চায়। তারা জানে তারা ভালো করতে পারে- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়