ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আমরা জানি, মোসাদ্দেক কী করতে পারে’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমরা জানি, মোসাদ্দেক কী করতে পারে’

মোসাদ্দেক হোসেন সৈকত

ক্রীড়া প্রতিবেদক : দশ মাস পর জাতীয় দলে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ পেলে তিনি ভালো করবেন বলে বিশ্বাস ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশের।

গত বছরের আগস্টে চোখের সংক্রমণের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন মোসাদ্দেক। দেশের হয়ে তিনি সবশেষ সীমিত ওভারের ম্যাচ খেলেছেন গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে। ২২ বছর বয়সি এই অলরাউন্ডার জায়গা পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে।

মোসাদ্দেকের দলে ফেরা নিয়ে শুক্রবার মিরপুরে সাংবাদিকদের ওয়ালশ বলেছেন, ‘তার দলে ফিরে আসাটা খুব ভালো। সে খুব দারুণ একজন খেলোয়াড়। আমরা জানি, সে কী করতে পারে। এটা তার জন্য একটি সুযোগ, যদি সে খেলার সুযোগ পায়, সে তার মূল্য বুঝাবে। তার ভালো অলরাউন্ড সামর্থ্য আছে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়