ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্বকাপেও ভালো করার প্রত্যয় সালমার

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ১৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপেও ভালো করার প্রত্যয় সালমার

ছেলেদের দুঃসময়ে দারুণ সুসময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একের পর এক সাফল্য ধরা দিচ্ছে তাদের হাতে।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন, আয়ারল্যান্ড সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বেও চ্যাম্পিয়ন হয়েছে সালমা খাতুনের দল। দারুণ এই সাফল্য বিশ^কাপ মঞ্চেও ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক। বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার খুলনায় ফিরে রাইজিংবিডি’র সাথে বিশ^কাপ নিয়ে খোলামেলা কথা বলেন সালমা।

বিশ্বকাপ বাছাই পর্বে ভালো খেলে মূল বিশ্বকাপে জায়গা করে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল পুরো দল। আত্মবিশ^াসী সালমা বলেছেন,‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম আমরা। এর আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি, পরে আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছি। এটা আসলে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছিল। বিশেষ করে আয়ারল্যান্ড সিরিজটা আমাদের অনেক কাজে এসেছে।’

খুব সহজে সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলেও জয় পেতে মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বীতা করতে হয়েছে টাইগ্রেসদের। সালমার কন্ঠে একই সুর,‘বিশ্বকাপ বাছাইতে সবগুলো ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচের ওপরেই আসলে নির্ভর করছিল আমরা বিশ্বকাপ খেলব কি না ? ওই ম্যাচটা জয়ের পর আমরা খুবই আনন্দিত ছিলাম, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওইটার পর আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আমরা আমাদের লক্ষ্যটা পূরণ করেছি।’

দীর্ঘদিন ধরে টানা ম্যাচ খেলে আসছেন টাইগ্রেসরা। বিশ^কাপের আগে আবার শুরু হবে প্রস্তুতি। এর আগে কিছুটা দিন বিশ্রামেই থাকবেন সালমা, আয়েশা, শুকতারা, জাহানারারা। সালমার বিশ^াস বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ^কাপেও ভালো কিছু করা সম্ভব বাংলাদেশের।

‘আমরা বিশ্বকাপে পৌঁছে গেছি। এখন বিশ্বকাপেও ভালো করতে হবে। বিশ্বকাপের আগে যদিও আরও কিছু ম্যাচ পাওয়া যায়, তাহলে ভালো। আমাদের এখন যে পারফরম্যান্স আছে, সেটা ধরে রাখতে পারলেই বিশ্বকাপে ভালো কিছু করতে পারবো।’- বলেছেন সালমা।

দলের আরেক সদস্য আয়েশা রহমান বলেছেন,‘দারুণ সব জয় পেয়েছি আমরা। আমরা আত্মবিশ্বাসী ছিলাম তবে কখনও এমন ভাবিনি যে, ওখানে যাবো আর চ্যাম্পিয়ন হয়ে যাব। আমাদের খেলেই চ্যাম্পিয়ন হতে হয়েছে। কাজটা সহজ ছিল না। আমরা চেষ্টা করেছি, সফল হয়েছি।’

দলের এই সাফল্যে দারুণ খুশি রুমানা আহমেদ। তিনি বলেন,‘আমরা খুবই খুশি যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য বিশ্বকাপ। সেখানেই নিজেদের সাফল্য বড় করতে চাই আমরা।’




রাইজিংবিডি/খুলনা/১৮ জুলাই ২০১৮/ আব্দুল্লাহ এম রুবেল /ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়