ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মহারাজের ৮ উইকেটে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহারাজের ৮ উইকেটে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রায় দুই বছর পর এসেছে শতরানের উদ্বোধনী জুটি। দুই ওপেনারকেই ফেরালেন কেশব মহারাজ। পরে পুরো শ্রীলঙ্কা দলেরই ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার। তার রেকর্ড গড়া বোলিংয়ে কলম্বো টেস্টে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা।

শুক্রবার সিরিজের দ্বিতীয় এই টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮৬ ওভার। ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৭৭।

ক্যারিয়ার সেরা ১১৬ রানে ৮ উইকেট নিয়েছেন মহারাজ। শ্রীলঙ্কার মাটিতে সফরকারী কোনো স্পিনারের সেরা বোলিং এটিই। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে কোনো বোলারের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও এটি। ২০১৫ সালে গলে দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ।



প্রথম টেস্ট তিন দিনে জিতে সিরিজে এগিয়ে থাকা শ্রীলঙ্কা এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিল। শুরুটাও হয়েছিল দারুণ। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান যোগ করেন দিমুথ করুনারত্নে ও দানুসকা গুনাথিলাকা।

লাঞ্চের পর দুজন পূর্ণ করেন জুটির সেঞ্চুরি। ২০১৬ সালের অক্টোবরের পর শ্রীলঙ্কার প্রথম শতরানের উদ্বোধনী জুটি এটি। ২০১০ সালের পর ঘরের মাঠে প্রথম। দুই ওপেনারই তুলে নিয়েছিলেন ফিফটি। এরপরই জোড়া ধাক্কা। মহারাজ নিজের পরপর দুই ওভারে ফিরিয়ে দেন করুনারত্নে (৫৩) ও গুনাথিলাকাকে (৫৭)।

কুশল মেন্ডিস (২১), অ্যাঞ্জেলো ম্যাথুস (১০) উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এই দুজনও মহারাজের শিকার। তিনে নামা ধনঞ্জয়া ডি সিলভা পঞ্চম উইকেটে রোশেন সিলভার সঙ্গে ৫৪ রানের জুটি গড়েছিলেন। কিন্তু এ জুটি ভাঙার পর আবার পথ হারায় লঙ্কানরা।



রোশেনকে ফিরিয়ে (২২) জুটি ভাঙেন পেসার কাগিসো রাবাদা। এরপর আবার মহারাজ ‘শো’ শুরু। তিনি একে একে ফিরিয়ে দেন নিরোশান ডিকভেলা (৫), ধনঞ্জয়া (৬), দিলরুয়ান পেরেরা (১৭) ও সুরঙ্গা লাকমালকে (০)। ৪ উইকেটে ২২৩ থেকে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২৬৪! প্রথম দিনে স্বাগতিকদের অলআউট হওয়া ঠেকিয়েছেন আকিলা ধনঞ্জয়া (১৬*) ও রঙ্গনা হেরাথ (৫*)।

মহারাজের দিনে ১৫ ওভারে ৪৭ রান দিয়ে কোনো উইকেট পাননি ডেল স্টেইন। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শন পোলককে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষাটাও বেড়েছে তার।

 


রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়