ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাতে মাঠে নামছে রিয়াল, ম্যানইউ, ম্যানসিটি ও বায়ার্ন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে মাঠে নামছে রিয়াল, ম্যানইউ, ম্যানসিটি ও বায়ার্ন

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রয়েছে বুধবার রাতে রয়েছে আটটি ম্যাচ। ‘ই’ গ্রুপের ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বেনফিকা। ‘এফ’ গ্রুপে ম্যানচেস্টার সিটি খেলবে লায়নের বিপক্ষে। ‘জি’ গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এএস রোমার। ‘এইচ’ গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ইয়াং বয়েজ। আর এই গ্রুপের অপর ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

জার্মান বুন্দেসলিগায় উড়ন্ত সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। চার ম্যাচে মাঠে নেমে চারটিতেই জিতেছে তারা। অন্যদিকে বেনফিকাও পর্তুগীজ লিগে তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতেই জিতেছে। মুখোমুখি লড়াইয়ে বায়ার্ন মিউনিখ এগিয়ে। ২০১৬ সালে চ্যাম্পিয়নস লিগের দুই লেগে বায়ার্ন একবার জিতেছে ১-০ গোলে। ফিরতি লেগে বেনফিকার মাঠে করেছে ২-২ গোলে ড্র। আজও যে তাদের খেলতে হবে বেনফিকার মাঠেই।

ইংলিশ প্রিমিয়ার লিগে ভালোই ছন্দে আছে ম্যানসিটি। পাঁচ ম্যাচে মাঠে নেমে জিতেছে চারটিতে। ড্র করেছে একটি ম্যাচে। লায়ন অবশ্য ফ্রেঞ্চ লিগ ওয়ানে সুবিধা করতে পারেনি। পাঁচ ম্যাচে জয় মাত্র ২টিতে। হেরেছে দুটিতে। ড্র করেছে একটি ম্যাচে। ইউরোপিয়ান দলের বিপক্ষে লায়নের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। ইউরোপের ক্লাবগুলোর বিপক্ষে আট ম্যাচে মাঠে নেমে ফরাসি ক্লাবটি জিতেছে মাত্র ১ বার।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লা লিগায় দারুণ সূচনা করেছে। চার ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছে তিনটিতে। ড্র করেছে একটি ম্যাচে। এএস রোমা অবশ্য ইতালিয়ান সিরি’আ লিগে সুবিধা করতে পারেনি। চার ম্যাচে মাঠে নেমে জিতেছে মাত্র ১টিতে। ড্র করেছে দুটিতে। হেরেছে ১টি ম্যাচে।



রিয়াল মাদ্রিদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তারা অবশ্য পিছিয়ে। সবশেষ পাঁচবারের মুখোমুখিতে রিয়াল জিতেছে তিনবার। রোমা জিতেছে একবার। একটি ম্যাচ হয়েছে ড্র। আজ ঘরের মাঠে রিয়াল জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করবে না।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডে খুব ভালো সূচনা করেছে তেমনটা কিন্তু নয়। পাঁচ ম্যাচেই দুটিতেই হেরেছে তারা। অন্যদিকে সবশেষ পাঁচ ম্যাচে পরাজয় নেই সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজের। তাদের ঘরের মাঠে ম্যানইউ কেমন খেলে দেখার বিষয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়