ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাদ পড়া মেসি থাকছেন ফিফার অনুষ্ঠানে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাদ পড়া মেসি থাকছেন ফিফার অনুষ্ঠানে

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে দারুণ একটি মৌসুম কাটালেও এবার ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তিনের তালিকায় থাকতে পারেননি লিওনেল মেসি। তালিকা থেকে বাদ পড়ায় ফিফার সেই পুরস্কার প্রদানে মেসি থাকবেন না বলে ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু আগামী সোমবার ফিফার সেই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে থাকছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় এবার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জায়গা হয়েছে লুকা মডরিচ ও মোহাম্মদ সালাহর। সেরা তিনে নাম না থাকলেও ফিফার বর্ষসেরা একাদশে নাম রয়েছে মেসির। তার সময়ের অন্য সেরা ফুটবলারদের সম্মান জানাতে ফিফার অনুষ্ঠানে থাকছেন মেসি।

কয়েক সপ্তাহ আগে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মডরিচ। সেবার উয়েফার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন না রোনালদো। তবে এ ক্ষেত্রে ভিন্ন মেসি। তালিকায় নাম না থাকা সত্বেও ফিফার অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এ ফুটবলার।

চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন মেসি। লা লিগায় দুর্দান্ত শুরুর পর এবার হ্যাটট্রিক দিয়ে চ্যাম্পিয়নস লিগ মৌসুম শুরু করেছেন মেসি। ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে সবশেষ পেয়েছেন ক্যারিয়ারে নিজের ৪৮তম হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগে এখন ৮ হ্যাটট্রিক নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়িয়ে গেছেন মেসি। একটি হ্যাটট্রিক কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমানে জুভেন্টাসে খেলা রোনালদো।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়