ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আবার দক্ষিণ আফ্রিকায় আইপিএল?

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবার দক্ষিণ আফ্রিকায় আইপিএল?

ক্রীড়া ডেস্ক : ২০০৮ সালে মাঠে গড়ায় আইপিএলের প্রথম আসর। বেশ জমে তখন। পরের বছরই আর ঘরের মাঠে আয়োজন করা যায়নি আইপিএল। তখন ভারতে নির্বাচন থাকায় আইপিএলের দ্বিতীয় আসর বসে দক্ষিণ আফ্রিকায়।

১০ বছর পর আবারো দক্ষিণ আফ্রিকায় যেতে পারে আইপিএল। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। কারণ, সেই নির্বাচন। ২০১৯ সাধারণ নির্বাচন আর আইপিএল সাংঘর্ষিক হয়ে যেতে পারে। সে কারণেই আইপিএলের দ্বাদশ আসর দক্ষিণ আফ্রিকায় হতে পারে।

আবার শোনা যাচ্ছে ২০১৯ সালের মার্চে হতে পারে আইপিএল। যাতে করে সকল আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা অংশ নিতে পারেন। আইপিএল খেলে যাতে ২০১৯ বিশ্বকাপে অংশ নিতে কারো সমস্যা না হয়। মে মাসের ৩০ তারিখ থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

২০১৮ আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই ২০১৯ আইপিএল খেলবে ধোনির দল।



রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়