ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সমালোচনার’ সংস্কৃতি বাদলাতে চান মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সমালোচনার’ সংস্কৃতি বাদলাতে চান মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক অঙ্গনে সীমিত পরিসরে শেষ দশ ম্যাচের একটিও জিতেনি জিম্বাবুয়ে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশের আগে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেও হেরেছে তারা। বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে শেভরনরা।

সাফল্য ভান্ডারে কোনো অর্জন ছাড়া মাঠে নামতে যাচ্ছে জিম্বাবুয়ে। প্রতিপক্ষ বাংলাদেশ। যাদের বিপক্ষে শেষ দশ ম্যাচে কোনো জয় নেই তাদের। র‌্যাঙ্কিং, মাঠের লড়াইয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ব্যবধান এখন স্পষ্ট। তাইতো জিম্বাবুয়েকে নিয়ে মাথা ব্যথা নেই টাইগার শিবিরে! কিন্তু সত্যিই কি মাথা ব্যথা নেই? মোটেও না। হারের ভয় আছে বাংলাদেশ শিবিরে। ভয় আছে ভিন্ন জায়গাও। হারের পর সমর্থক থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের সমালোচনায় বিদ্ধ হতে হয় পুরো দলকে। মাঠ ও মাঠের বাইরে জুড়ে চলে সমালোচনা।

তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ঝুঁকি নেওয়ার বিপক্ষে মাশরাফি। অথচ এ সিরিজটি হতে পারত পরীক্ষা-নিরীক্ষার। এ সিরিজটি হতে পারত নতুনদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু সেসব পথে হাঁটবে না টিম ম্যানেজম্যান্ট। নিজেদের সেরা কম্বিনেশন নিয়েই খেলবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন,‘যে কোন সিরিজের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতাটাও খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে, সেরা দলটাই গড়া । এ ধরণের সিরিজ খেললে এবং খারাপ হলে অনেক কথা ওঠে। ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু এই একটা কথাই চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু আমার মতে, ওই জায়গাটায় কাজ করা প্রয়োজন। জিম্বাবুয়ের কাছে এমন না যে আমরা কখনো হারিনি বা হারতে পারব না, এমন কিছু না।’

নিজেদের মানসিকতা বদলের আহ্বান জানিয়ে মাশরাফি বলেছেন, ‘হয়তো আমি নতুন চারটা খেলোয়াড় আছে তাকে খেলিয়ে দিলাম। আমরা হারি জিতি সেটা দেখতে চাই। আমাদের সংস্কৃতিতে এটা সবাই কিভাবে নেবে ম্যাটার করে। কারণ হারটা আমরা খুব সহজে নিতে পারি না। এটা দল নির্বাচনের সময় চিন্তায় থাকে। আলোচনা না হলেও ব্যাক অব দ্যা মাইন্ডে কিন্তু এটা থাকে। হয়তো বা অন্য জায়গায় যেটা হয় ওরা যাকে নেয় ব্যাকআপ করে যাচ্ছে। দেখতে চায়। হারি জিতি যাই হোক না কেন। আমাদের ক্ষেত্রে কিছুটা পাজেলনেস থাকে। অস্বীকার করার সুযোগ নেই।’

উদাহরণ হিসেবে ফজলে রাব্বী মাহমুদের কথা এনে মাশরাফি আরও বলেন,‘ফজলে রাব্বী কতগুলো রান করেছে গতকাল? কিছুটা হলেও নার্ভাসনেস ছিল! তো ওকে সেট করতে হলে কিছুটা সময় দিতে হবে। সবাইকে এক্ষেত্রে আন্তরিক হতে হবে।’

সামনেই বিশ্বকাপ। বিশ্বকাপের আগে হলেও নিজেদের মানসিকতা বদলাতে চান মাশরাফি,‘বিশ্বকাপের আগে এমন ৪টি সিরিজ আছে খেলার মত। আন্তর্জাতিক ক্রিকেট প্রস্তুত হওয়ার জন্য। আমাদের ব্যাকআপ খেলোয়াড় অনেক কম। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার মতো ব্যাকআপ খেলোয়াড় নেই। এখন আস্তে আস্তে ঘরোয়া ক্রিকেটে শক্তিশালী হচ্ছে বা ক্রিকেটাররাও নিজে থেকে খেলতে চাচ্ছে। এরকম খেলতে থাকলে সুযোগ তৈরী হবে এবং ব্যাকআপ প্লেয়ার তাড়াতাড়ি চলে আসবে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়