ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টানা তিন পাঁচে এনামুল-সাকিবের পাশে তাইজুল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টানা তিন পাঁচে এনামুল-সাকিবের পাশে তাইজুল

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে টানা তিন ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তাইজুল ইসলাম।

মিরপুর টেস্টের তৃতীয় দিন মঙ্গলবার জিম্বাবুয়ের প্রথম ইনিংসের পাঁচটিই নিয়েছেন তাইজুল। এর আগে সিলেটে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১০৮ রানে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন ২৬ বছর বয়সি বাঁহাতি স্পিনার।

গতকাল হ্যামিলটন মাসাকাদজার উইকেট নিয়ে শুরু তাইজুলের আক্রমণ। বাঁহাতি স্পিনারের বলে স্লিপে তালুবন্দি হন জিম্বাবুয়ের অধিনায়ক। আজও তার হাত ধরে আসে প্রথম সাফল্য। নাইটওয়াচম্যান ডোনাল্ড ত্রিরিপানোকে স্লিপে মিরাজের তালুবন্দি করান।

মধ্যাহ্ন বিরতির পর তাইজুল উইকেটে থিতু হতে দেননি শন উইলিয়ামস ও সিকান্দার রাজাকে। দুজনই তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন। জিম্বাবুয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এ বাঁহাতি। উইকেট কিপার ব্যাটসম্যান চাকাভা শর্ট লেগে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। চাকাভার উইকেট নিয়ে তাইজুল পেয়ে যান ক্যারিয়ারের ষষ্ঠ ৫ উইকেট।

টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেওয়া আগের দুজনও ছিলেন বাঁহাতি স্পিনার! ২০০৫ সালে এই কীর্তি প্রথম গড়েছিলেন এনামুল হক জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ঢাকায় পরের টেস্টে প্রথম ইনিংসে ৯৫ রানে ৭ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রানে নিয়েছিলেন ৫টি।

তিন বছর পর এনামুলের কীর্তির পুনরাবৃত্তি করেন আরেক বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। ২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। ব্লুমফন্টেইনে ১৩০ রানে ৫টি ও সেঞ্চুরিয়নে ৯৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। পরের মাসে নিজের পরের টেস্টে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৭০ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এবার এনামুল-সাকিবের পাশে বসলেন তাইজুল।

বিশ্ব রেকর্ডটা অস্ট্রেলিয়ার সাবেক ডানহাতি পেসার চার্লি টার্নারের। ১৮৮৮ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত টানা ছয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন টার্নার। সবগুলোই ইংল্যান্ডের বিপক্ষে।

টানা পাঁচ ইনিংসে পাঁচ উইকেট কীর্তি আছে ইংল্যান্ডের টম রিচার্ডসন, স্যার অ্যালেক বেডসার ও ওয়েস্ট ইন্ডিজের শেন শিলিংফোর্ডের। টানা চার ইনিংসে আছে ১৩ জনের।



রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়