ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিরপুর টেস্টে শেষ রোমাঞ্চের অপেক্ষা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুর টেস্টে শেষ রোমাঞ্চের অপেক্ষা

ইয়াসিন হাসান : পাল্টায়নি অনেক কিছু। টেস্ট ক্রিকেট খেলছে ১৮ বছর হয়ে গেল অথচ এখনও টেস্ট আমেজটাই নিয়ে আসতে পারেনি বাংলাদেশ!

২১৮ রানের লিড। আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার কাজটাই তো করতে পারল না। ফলোঅনে ফেলেও জিম্বাবুয়েকে ফলোঅন করালো না বাংলাদেশ! স্বাগতিকরা ব্যাটিংয়ে নামল চতুর্থ দিন সাজ সকালে। স্কোরবোর্ডে বিশাল পুঁজি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে আরামে। কিন্তু ওই উল্টোচিত্র টপ অর্ডারে।



২৫ রান তুলতেই নেই ৪ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গী অভিষিক্ত মিথুন। তাদের ১১৮ রানের জুটিতে বাংলাদেশ ফিরল কক্ষপথে। বীরত্বপূর্ণ ইনিংস খেললেন মাহমুদউল্লাহ। আট বছর পর পেলেন সেঞ্চুরি। তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে সব মিলিয়ে বাংলাদেশ পেল ৪৪২ রানের লিড।

চতুর্থ ইনিংসে পাহাড়সমান লক্ষ্য জিম্বাবুয়ের। শুরু থেকেই আক্রমণ। তবু পড়ন্ত বিকেলে দুই উইকেট পেল বাংলাদেশ। বুধবার চতুর্থ দিনের খেলা শেষে জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ৭৬। শেষ দিনে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ৩৬৭ রান, বাংলাদেশের ৮ উইকেট। তবে ৭ উইকেট বললেও ভুল হবে না। হ্যামস্ট্রিং ইনজুরিতে পেসার চাতারা ছিটকে গেছেন দ্বিতীয় দিন থেকেই। পঞ্চম দিন দলের প্রয়োজনে মাঠে নামবেন কিনা তা তো জানা নেই কারোরই।



২০০০ সালে টেস্ট যাত্রার পর একাধিকবার প্রতিপক্ষকে ফলোঅন করানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু কোনোবারই প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায়নি বাংলাদেশ। আজও পাঠাল না। আগের রাতে ফলোঅন নিশ্চিত ছিল। রাতভর ক্রিকেটপ্রেমিদের দ্বিধায় রেখেছিল দল। শেষ পর্যন্ত সকালেই জানা গেল জিম্বাবুয়েকে ফলোঅনে না করিয়ে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

দিনের শুরুতেই হতশ্রী ব্যাটিং। দিনের সূর্য মধ্যগগণে আসার আগে চার ব্যাটসম্যান সাজঘরে। লিটন বাদে প্রত্যেকেই উইকেট উপহার দিয়েছেন। শুরুটা ইমরুলকে দিয়ে। জার্ভিসের বল উড়াতে গিয়ে ক্যাচ দেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। চার ইনিংসে তৃতীয়বারের মতো আউট সিঙ্গেল ডিজিটে। এবার ১২ বলে করলেন ৩ রান।



আক্রমণের ধার ধরে রাখেন জার্ভিস। অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন লিটনকে। হাল্কা সুইংয়ে নিজের উইকেট হারান ৬ রান করা লিটন। প্রথম ইনিংসে সেঞ্চুরির স্বাদ পাওয়া মুমিনুল আউট ত্রিপানোর বলে। চাকাভার হাতে ক্যাচ দেন ১ রানে। হতাশ করেন ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকও। ত্রিপানোর শর্ট বলে ক্যাচ দেন ডিপ স্কয়ার লেগে।

দিনের খেলার তখন মাত্র প্রথম ঘন্টার সমাপ্তি। নতুন বলে শুরুতেই দুই পাশে দুই নতুন ব্যাটসম্যান। এদের মধ্যে একজন অভিষিক্ত, আরেকজন রানে নেই। তবুও লড়াই শুরু করলেন দুর্দান্ত। কিছু আক্রমণাত্মক ছিলেন দুজনই। ভাগ্যের সহায়তায় বেঁচে গেছেন দুই-একবার। কিন্তু বিরতির আগে কোনো উইকেট হারায়নি তারা। বিরতির পর দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। হাত খুলে মারতে গিয়ে মিথুন উইকেট বিলিয়ে আসেন ৬৭ রানে। বেশিক্ষণ টিকতে পারেননি আরিফুল। সুইপ করতে গিয়ে বোল্ড হন ৫ রানে।

পরের গল্পটা পুরোটাই মাহমুদউল্লাহর। আট বছর, ৬৮ ইনিংস পর মাহমুদউল্লাহ ছুঁলেন তিন অঙ্ক। ৭০ বলে পঞ্চাশ ছোঁয়া মাহমুদউল্লাহ পরের ৫২ বলে তোলেন সেঞ্চুরি। ৪ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। ৪১ টেস্টে ৭৮ ইনিংসে ২২৩৭ রান এসেছে তার ব্যাট থেকে। ২ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৫ হাফ সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।



এরপর ৬৮ ইনিংসে ছিল না কোনো সেঞ্চুরি। ভাগ্যদেবী সঙ্গে থাকায় আজ আবার সেঞ্চুরির মুখ দেখলেন বাংলাদেশ অধিনায়ক। আজকের সেঞ্চুরি অনেক আরাধ্য, অনেক কাঙ্খিত। তাইতো সেঞ্চুরির উদযাপনও ছিল আকর্ষণীয়, চিত্তাকর্ষক। ৬ উইকেটে ২২৪ রানে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। জিম্বাবুয়ে টার্গেট পায় ৪৪৩ রানের।

৩৫ ওভার বোলিংয়ের সুযোগ নিয়ে শেষ বিকেলে ২ উইকেট তুলে নিলেও সুযোগ পেয়েছিল শুরুতেই। শূন্য রানে স্লিপে ব্রিয়ান চারিকে জীবন দেন মিরাজ। খানিকপরই গালিতে মাসাকাদজার ক্যাচ ছাড়েন মিরাজ। প্রথমে তাইজুলের বলে, পরবর্তীতে খালেদের বলে ক্যাচ ছাড়েন মিরাজ। বেচারা খালেদ। প্রথম ইনিংসে তার বোলিংয়ে ক্যাচ ছাড়েন আরিফুল ও তাইজুল। এবার সেই তালিকায় মিরাজ। অভিষেক উইকেটের জন্য তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে আরেকটু সময়।



ক্যাচ মিস করলেও মিরাজের হাত ধরে আসে প্রথম সাফল্য। ২৫ রান করা মাসাকাদজা ফেরেন শর্ট লেগে ক্যাচ দিয়ে। এরপর তাইজুলের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ৪৩ রান করা চারি। ৪ রানে টেলর ও ২ রানে উইলিয়ামস দিন শেষ করেছেন।

আলোক স্বল্পতায় ৬ ওভার খেলার সুযোগ হয়নি। নয়তো শেষ বিকেলে আরেকটি সাফল্য ধরাও দিলেও দিতে পারত বাংলাদেশ শিবিরে। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ সেঞ্চুরি তুলে ঢাকা টেস্ট রাঙিয়ে রেখেছেন। তার হাত ধরে বাংলাদেশ সিরিজ বাঁচাতে পারে কিনা সেটাই দেখার। তবে শেষ দিনে রোমাঞ্চ অপেক্ষা করছে তা বলাই যায়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়