ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘ম্যাচটা আমাদের দিকেই আছে’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ম্যাচটা আমাদের দিকেই আছে’

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের এখন টেস্ট সিরিজ বাঁচাতে লড়তে হচ্ছে।

ঢাকা টেস্টের শেষ দিনে জয়ের জন্য জিম্বাবুয়ের ৮ উইকেট লাগবে বাংলাদেশের। আর সিরিজ জিততে জিম্বাবুয়ের ড্র হলেই যথেষ্ট। তবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হলে তাদের করতে হবে আরও ৩৬৭ রান।

টেস্টের পঞ্চম দিনে যা প্রায় অসম্ভব। দুই দলের লড়াইয়ে শেষ দিন যে রোমাঞ্চ ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না। মেহেদী হাসান মিরাজ মনে করেন টেস্টে এগিয়ে বাংলাদেশ। ফলাফলের ক্ষেত্রে বাংলাদেশের পাল্লাই ভারী বেশি।

২১৮ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। ৬ উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। সব মিলিয়ে ৪৪৩ রানের টার্গেট পায় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে বুধবার চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ে ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৬ রান। জিম্বাবুয়ের দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ও মিরাজ।

দলের প্রতিনিধি হয়ে চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন,‘এখন পর্যন্ত ম্যাচটা আমাদের দিকেই আছে। আমরা সাড়ে চারশ'র মত টার্গেট দিয়েছি। ওদের দুই উইকেট শিকার করেছি। কাল একটা দিন আছে, তিনটা সেশন আছে। আমাদের বোলাররা যদি ভালো লেন্থে বল করতে পারে, তাহলে ম্যাচটা আমাদের দিকেই আসবে।’

টেস্টে চার দিন চলে গেলেও উইকেট থেকে প্রত্যাশিত টার্ন পাচ্ছেন না স্পিনাররা। গুটি কয়েক বল আপ-ডাউন করছে। এছাড়া ব্যাটিংয়ে তেমন কোনো সমস্যাই অনুভব করছেন না ব্যাটসম্যানরা। উইকেট পেতে বোলারদের কঠিন সংগ্রাম করতে হবে বলে মনে করছেন মিরাজ।  

‘উইকেটে কিন্তু আন ইভেন কিছু হয় না। দুই-একটায় একটু আন-ইভেন কিছু হয়। আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের বোলারদের ভালো জায়গায় বল করতে হবে। দেখেন চারদিন শেষ হয়ে গিয়েছে ওরকম কিন্তু বল লো হচ্ছে না বা এক্সট্রা অনেক কিছু হচ্ছে না দুই-একটা ছাড়া।’

‘আমাদের মানসিকতা ওভাবে থাকতে হবে। বোলারদের হার্ডওয়ার্ক করতে হবে। কষ্ট করতে হবে কালকের দিনটা। বোলাররা যারা আছে তারা শতভাগ চেষ্টা করবে উইকেটের জন্য।’

বোলিং সাফল্যের জন্য স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করা জরুরী বলে মনে করছেন মিরাজ,‘আমাদের স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করতে হবে। কিছু কিছু সময় উইকেট ভিন্ন আচরণ করেছে। কালকে উইকেট আরও চেঞ্জ হবে। আরও আচরণ করবে। আমাদের টার্গেট থাকবে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করা। তাহলে আরও সুযোগ থাকবে।’’



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়