ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিউজিল্যান্ড দলে জায়গা হারালেন সামারভিল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ড দলে জায়গা হারালেন সামারভিল

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ৪৯ বছর পর নিউজিল্যান্ডের অ্যাওয়ে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উইলিয়াম সামারভিল। সিরিজের শেষ টেস্টে অভিষেক হয়ে চমক দেখিছিলেন তিনি। আরব আমিরাতে ম্যাচ জয়ী পারফরম্যান্সের পরও ঘরের মাঠে এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে নেওয়া হয়নি তাকে।

পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেয়েছিলেন সামারভিল।কিন্তু এবার লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠের কন্ডিশন বিবেচনায় নেওয়া হয়নি এ স্পিনারকে।  একমাত্র স্পিনার হিসেবে  তারা রেখেছে অ্যাজাজ প্যাটেলকে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।

অভিষেকের পরের ম্যাচেই সামারভিল দলে জায়গা হারালেও  নিউজিল্যান্ড টেস্ট দলে এসেছেন ব্যাটসম্যান উইল ইয়ং। ভারত ‘এ’দলের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়ের তিনি। এছাড়া সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে প্রথম শ্রেণিতে ৬৬ ম্যাচে ৪১ গড়ে করেছেন ৪ হাজার ২২১ রান করেছেন তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। ওয়েলিংটনে প্রথম টেস্টে আগামী ১৫ ডিসেম্বর মুখোমুখি হবে এ দু’দল।।

নিউজিল্যান্ড টেস্ট দল :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, জিৎ রাভাল, রস টেলর, হেনরি নিকোলাস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং, উইল ইয়ং, টিম সাউদি, ম্যাট হেনরি, আজাজ প্যাটেল, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়