ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাদেশের অগ্রগতি পরিষ্কার: মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের অগ্রগতি পরিষ্কার: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক: ২১ নভেম্বর ২০১৪, দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার পর মাশরাফির প্রথম ম্যাচ। এর আগে ওই বছর ১৩ ওয়ানডেতে ১২টিতেই হার বাংলাদেশের!

দায়িত্ব পাওয়ার পর দলকে জয়ের ধারায় নিয়ে আসার চ্যালেঞ্জ ছিল মাশরাফির কাঁধে। চ্যালেঞ্জ গ্রহণ করে পুরো দলকে বদলে দিয়েছেন। তিল তিল করে গড়ে তুলেছেন ‘নতুন’ ক্রিকেট দল। যে দলটি ভয়ডরহীন ক্রিকেট খেলে, প্রতিপক্ষকে বলে-কয়ে হারাতে পারে, জিততে পারে যেকোনো কন্ডিশনে, ওড়াতে পারে বিজয়ের ঝান্ডা।

এ সময়ে বাংলাদেশ খেলেছে ১২ ওয়ানডে সিরিজ। ১২টির মধ্যে মাশরাফির হাতে শিরোপা উঠেছে ৮টি। দলের এমন অগ্রগতিতে বেশ খুশি অধিনায়ক,‘১২টি সিরিজের মধ্যে ৮টি জিতলে যেটা হয় যে আত্মবিশ্বাস ভালো থাকে। পাশাপাশি অগ্রগতিও পরিস্কার। এটা ধরে রাখাও গুরুত্বপূর্ণ।’

শুধু দ্বিপাক্ষিক সিরিজ না বৈশ্বিক এবং মহাদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য ইর্ষণীয়। ৬৬ ম্যাচে ৩৮টি জয় বাংলাদেশের। হেরেছে ২৫টিতে। আর চলতি বছরের পারফরম্যান্স তো আরও দারুণ। ২০ ওয়ানডের মধ্যে জিতেছে ১৩টি। ইংল্যান্ড ও ভারতের পর বাংলাদেশের অবস্থান।



জয়ের এ ধারা ও আত্মবিশ্বাস মাশরাফি ধরে রাখতে চান পরবর্তী সিরিজ ও ২০১৯ বিশ্বকাপে,‘এরপর নিউজিল্যান্ড সিরিজ আছে। আমাদের জন্য সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। গতবার আমরা ওদের ওখানে গিয়ে হেরে এসেছি। আমার কাছে মনে হয়, এবার আমাদের দল আরও ব্যালান্সড। আমার বিশ্বাস, আগের বারের চেয়ে ভালো খেলব। বিশ্বকাপের জন্যও কিছুটা হলে আদর্শ হবে। যদিও কন্ডিশন কিছুটা ভিন্ন। তবুও ভালো হবে।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম টি-টোয়েন্টি ও টেস্টে জয় পায়নি বাংলাদেশ।ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৭৫ রানের বিশাল ব্যবধানে। নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষ টেস্ট হারে তিন দিনে ১৫১ রানে। এবার ওয়ানডেতে মাশরাফির হাত ধরে বিজয়ের পতাকা উড়াল বাংলাদেশ। মাশরাফির বিশ্বাস এ ধারা চলবে সামনেও,‘দারুণ একটি মাঠ এটি। যখন শুরু হয়েছে, সবাই বলেছে। আমরাও দেখেছি। একসময় না একসময় জয় আসতোই। আজকে হওয়ায় ভালো হলো। ইনশাল্লাহ এটা চলবে সামনেও।’



রাইজিংবিডি/সিলেট/১৪ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়